শিল্পের দুনিয়াতেই আজীবন থাকতে চান বলেও জানিয়েছেন ঋতুপর্ণা।
Published : 29 Jan 2025, 11:03 PM
রাজনীতির মাঠে ভারতের অভিনয়, সংগীত এবং খেলার জগতের মানুষদের বিচরণ নতুন নয়। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলচ্চিত্র-টিভি তারকাদের বিচরণের ধারা অতীতের তুলনায় ইদানিং আরো সমৃদ্ধ করেছে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরে ঋতুপর্ণা সেনগুপ্ত মমতার রাজনীতিতে যোগ দেবেন কী না সেই প্রশ্ন উঠেছে।
সংবাদ প্রতিদিন লিখেছে চুঁচুড়া বিধানসভা উৎসব এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন ঋতুপর্ণা।
জবাবে অভিনেত্রী বলেছেন, তিনি রাজনীতির ‘কিছুই বোঝেন না’। শিল্পের দুনিয়াতেই আজীবন থাকতে চান বলেও জানিয়েছেন ঋতুপর্ণা।
তিনি বলেন, “না, এমন হয়ত হবে না। আমি শিল্পী হিসেবেই সবার মনে থাকতে চাই। কারণ রাজনীতির কিছুই বুঝি না।”
যদি মুখ্যমন্ত্রী ডাকেন?
এর উত্তরে ঋতুপর্ণা বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বুঝিয়ে বলবেন বিষয়টা।
এদিকে চুঁচুড়া উৎসবে নিজের শাড়ি ও প্রসাধনী দ্রব্যের স্টল দিয়েছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, কেনাকাটা করলেই মিলবে ১০ শতাংশ ছাড়। এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়। সেখানে রচনা বলেছেন, তার পরিকল্পনা আছে আগামীতে কোথাও একটা স্থায়ী দোকান দেবেন।
গেল বছর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে লোকসভার এমপি নির্বাচিত হয়েছেন রচনা। নির্বাচনে মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের টিকেটে রচনা ভোটে দাঁড়িয়েছিলেন হুগলি আসন থেকে। ওই আসনে রচনার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এক সময়ের অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।