শাহরুখের ভাষ্য, শিশুসুলভ ভাবনা মনে হলেও তিনি এখনও বিশ্বাস করেন তার মা আকাশের তারা হয়ে রয়ে গেছেন।
Published : 22 Oct 2024, 09:19 PM
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে ‘কিং খান’ হওয়ার আগেই বাবা-মাকে হারিয়েছেন শাহরুখ খান। ছেলের তারকা খ্যাতি তাদের দেখে যাওয়া হয়নি। তবে মা বেঁচে থাকলে ছেলের অভিনীত ‘দেবদাস’ সিনেমাটি পছন্দ করতেন বলে শাহরুখের ধারণা।
আনন্দবাজার লিখেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা-মাকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শাহরুখ।
সেখানে শাহরুখ বলেন, তার সিনেমার আসার অনুপ্রেরণা বাবা মীর তাজ মুহম্মদ খান এবং মা লতিফ ফাতিমা।
“আমার সবসময় মনে হত আমি খুব বড় বড় সিনেমায় অভিনয় করব। যাতে স্বর্গ থেকে আমার মা এবং বাবা সিনেমাগুলো দেখতে পান।’’
শাহরুখের ভাষ্য, শিশুসুলভ ভাবনা মনে হলেও তিনি এখনও বিশ্বাস করেন তার মা আকাশের তারা হয়ে রয়ে গেছেন।
“আমি এখনও এটা বিশ্বাস করি এবং তাতে কাজও দেয়। কোন তারাটি আমার মা, আমি সেটাও জানি।’’
মা বেঁচে থাকলে ছেলের কোন সিনেমা পছন্দ করতেন?
শাহরুখের কথায়, “আমার ধারণা ‘দেবদাস’ দেখে তিনি প্রশংসাই করতেন।”
কথায় কথায় ওই সিনেমার অভিনয় করার নেপথ্যের কাহিনী শোনান শাহরুখ।
“আমার চেনাজানাদের মধ্যে অনেকেই আমাকে সিনেমাটি করতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি সিনেমাটি করতেই চেয়েছিলাম। হয়ত আমার মাকে দেখানোর জন্যই যে, দেখো মা, আমি ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করছি।”
‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে গেল বছর দুর্দন্ত প্রত্যাবর্তন হয়েছে শাহরুখের। তবে চলতি বছর এই অভিনেতার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। আগামী বছর শাহরুখের ‘কিং খান’ মুক্তি পেতে পারে।
এছাড়া আগামীতে ‘স্ত্রী’ নির্মাতা অমর কৌশিকের নতুন সিনেমায় দেখা যেতে পারে শাহরুখকে। অন্যদিকে ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’ নির্মাতা রাজ ও ডিকের সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ। এটি হবে অ্যাকশন-কমেডি সিনেমা। এ ছাড়া বেশ কিছু দক্ষিণী পরিচালকের সঙ্গেও কথাবার্তা বলছেন কিং খান, সেগুলো মূলত অ্যাকশন ঘরানার সিনেমা।