“ঘুম থেকে ওঠার পর বাসে করে শুটিংস্থলে পৌঁছোতেই প্রাতরাশের ব্যবস্থা, যে যত পারো খাও।“
Published : 13 Apr 2025, 12:57 PM
বলিউডি অভিনেতা আমির খানের জাত চেনানো সিনেমা ‘লগন’ নির্মাণে দুহাত খুলে খরচ করেছিল নির্মাতা টিম।
২০০১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমা বানাতে ২৫ কোটি রুপি নিয়ে কাজে নেমেছিলেন সিনেমার প্রযোজক ও অভিনেতা আমির খান। তিনি চেয়েছিলেন ‘লগন’ সিনেমার অভিনয় শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে প্রত্যেকে যেন শুটিংয়ের সময়ে ভালোভাবে সময় কাটাতে পারেন।
নিউজ ১৮ লিখেছে, সিনেমার একটা বড় অংশের শুটিং হয়েছে গুজরাটের ভুজ অঞ্চলে। সিনেমার অভিনেতা অখিলেন্দ্র মিশ্রের কথায় জানা গেছে, ওই গ্রামে মাসের পর মাস ধরে শুটিং হয়েছিল তাদের। সেখানে কোনো হোটেল নয়, অস্থায়ীভাবে তারকাদের থাকার জন্য বাড়ি তৈরি করা হয়েছে।
আমির তার সহশিল্পীদের জন্য দেশে-বিদেশের নানা রকমের খাবারের বন্দোবস্ত করেছিলেন বলেও জানিয়েছেন মিশ্র।
ব্যবস্থাপনা ‘অসাধারণ ছিল’ বর্ণনা করে মিশ্র বলেন, “বিদেশি অভিনেতাদের জন্য তাদের নিজ নিজ দেশের খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। তবে তারা ভারতীয় খাবার খেতে পছন্দ করতেন। সেখানে আপনি আপনার পছন্দের যে কোনো খাবার, পছন্দের যে কোনো জুস, আপনি শুধু নাম বলুন, আপনার কাছে সব হাজির হয়ে যেত। ঘুম থেকে ওঠার পর বাসে করে শুটিংস্থলে পৌঁছোতেই প্রাতরাশের ব্যবস্থা। যে যত পারো খাও, কারোর কিছু বলার নেই।”
কেউ যাতে পানিবাহিত রোগে আক্রান্ত না হন সে ব্যাপারে টিম সতর্ক ছিল বলেও জানিয়েছেন মিশ্র।
“বোতলের জল ছাড়া অন্য জল খাওয়া একেবারে নিষেধ ছিল আমাদের। এমনকি স্নানও সেরেছি কেনা জলে। এমনই এলাহী আয়োজন।“
তবে সব কিছুর মধ্যে যার ব্যবহার সবার হৃদয় ছুঁয়েছিল মিশ্রর, তিনি আমির খান।
মিশ্রর কথায়, “অত বড় তারকা আমাদের সঙ্গে মাটিতে বসতেন। সারাক্ষণ আমাদের সঙ্গে গল্পগুজব করতেন, আড্ডা দিতেন।“
এক ব্রিটিশ সামরিক ক্যাপ্টেনের ঔদ্ধত্য কীভাবে ভারতের চাম্পারণ গ্রামের মাটিতে ক্রিকেট মাঠে খর্ব হয় তা এই সিনেমায় দেখানো হয়েছে। পরিচালক আশুতোষ গোয়ারিকর এই সিনেমাটি বানিয়েছেন।
আশুতোষ যখন আমিরকে সিনেমাটির স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছিলেন, প্রথম তিন মিনিট শুনেই সেটি বাতিল করেছিলেন আমির। ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খানও। কিন্তু পরিচালক নাছোড়বান্দা। পরে আশুতোষের অনুরোধে টানা ছয়মাস ধরে মোট তিনবার সেই গল্প শুনতে শুনতে আমির কখনও হেসেছেন, কখনও কেঁদেছেন, কখনও হতবাক হয়েছেন।
এই সিনেমায় আমির করেছিলেন ‘ভূবন’ চরিত্রটি।
চিত্রনাট্যে দেখানো হয়েছে ব্রিটিশ শাসনাধীন ভারতের চম্পারণ গ্রামের মানুষ বৃষ্টি হয়নি বলে এক বছর খাজনা দিতে পারেনি। তারা সেনা ক্যাপ্টেন রাসেল নামক এক অহংকারী ব্যক্তিকে এক বছর খাজনা মাফ করার অনুরোধ জানালে ওই ক্যাপ্টেন এক অদ্ভুত শর্ত দেয় গ্রামাবাসীকে। তাদেরকে বলা হয়, গ্রামের ব্রিটিশ শাসকদের সঙ্গে ক্রিকেট খেলতে হবে তাদের। যদি তারা জিতে যায়, তাহলে খাজনা মওকুফ করা হবে আর হারলে তিনগুণ খাজনা দিতে হবে। এই খেলায় সম্পূর্ণ অনভিজ্ঞ গ্রামবাসী প্রথমে খেলতে ভয় পেলেও ভূবন রাজি হয়। সবাই প্রথম রাজি না থাকলেও পরে ভূবনের কথা মেনে নেয়। শেষমেশ জান লড়িয়ে খেলে জিতে যায় ভূবনের দল।
‘লগন’ কেবল জনপ্রিয়তাই পায়নি, ২০০২ সালে সেরা বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরিতে অস্কার নমিনেশনও পেয়েছিল। এছাড়া আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেয় সিনেমাটি। আর আমির খান দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার জয় করেন ফিল্মফেয়ার আসরে।