২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা।
Published : 13 Feb 2024, 09:56 PM
রাশকিমা মানদানা প্রেম করেছেন কার সঙ্গে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। এর মধ্যে বিজয় দেবরকোন্ডার নামই আসে সবার আগে। তাদের প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই, এখন বিয়ের কানাঘুষাও শুরু হয়েছে।
মঙ্গলবার ইনস্টাগ্রামে এই বলিউড তারকার দেওয়া ছবি দেখে সেই গুঞ্জনের ভিত্তি খুঁজছেন অনেকে। ছবিতে শাড়ি পরা রাশমিকাকে একটি ছাদ বাগানে দেখা যাচ্ছে। এই ছাদের সঙ্গে বিজয়ের বাড়ির হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তাই নেটিজেনরা ধরেই নিয়েছেন বিজয়ের বাড়ির ছাদের ছবি তুলেছেন অভিনেত্রী। ভক্তদের কারো কারো মনে প্রশ্ন জেগেছে, তবে কি দুই পরিবারের সদস্যদের মধ্যে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে?
২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা। তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা। কিছুদিন আগেই ‘খুশি’ সিনেমার প্রচারমূলক অনুষ্ঠানে বিয়ে করা নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন বিজয়। অভিনেতা জানান, বিয়ের জন্য এখন মানসিক ভাবে প্রস্তুত তিনি। সংবাদ সূত্র: পিংকভিলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)