ঈদে মিলাদুন্নবীতে ওমরাহ পালন করলেন ভারতীয় অভিনেত্রী-মডেল সানা মকবুল খান। মক্কা ও মদিনায় তার ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ছবি দেখে ভক্তদের ভালোবাসাও কুড়াচ্ছেন তিনি।
বৃহস্পতিবার সৌদি আরবে নিজের প্রথম ওমরাহ পালনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ‘খতরোঁ কে খিলাড়ি ১১’ তারকা সানা। ছবিতে কালো রঙের বোরখা পরা অভিনেত্রীর মুখে ছিল হাসি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “প্রথমবার বরাবরই বিশেষ। বলুন ওমরাহ মুবারক, মাশাআল্লাহ।”
ছবির নিচে অনুরাগীদের পাশাপাশি অনেক ভারতীয় তারকারা লাল হৃদয়ের ইমোজিসহ মন্তব্য করেছেন।
আদা খান লিখেছেন, “দোয়ার সময় স্মরণ কর।” পূজা চোপড়া অভিনেত্রীর জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করেছেন।
২০২১ সালে রোহিত শেঠির স্টান্ট-ভিত্তিক শো ‘খতরোঁ কে খিলাড়ি ১১’-তে উপস্থিত হয়ে জনপ্রিয়তা পান সানা। এছাড়াও সুপারহিট হিন্দি সিরিয়াল ‘ইস পেয়ার কা কেয়া নাম দু’ তে মূখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি।
টিভির পরিচিত মুখ হওয়ার পর তামিল আর তেলেগু ভাষার চারটি সিনেমায় কাজ করেছেন সানা। বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।সংবাদ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)