যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার বসেছিল অস্কারের ৯৫তম আসর। এবার জয়জয়কার ছিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’র। দুটি পুরস্কার জিতেছে ভারতের সিনেমা।
এতকিছুর পরও বলতে হয়, চলচ্চিত্র-বিশ্বের এক তীর্থস্থান এই অস্কার মঞ্চ। এর পেছনে পুঁজির জোর ও প্রযুক্তির দৌঁড় আছে। তাই এখান থেকে যে ছবিকেই পুরস্কৃত করা হোক না কেন, সেটি কোনো না কোনো বার্তা পৌঁছে দেয় বিশ্ ...