Published : 27 Mar 2025, 08:17 PM
রাজধানীসহ চার নগরীতে একই দিনে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে গঠিত ’সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
আগামী ১১ এপ্রিল এসব কনসার্টে গাইবে দেশের জনপ্রিয় ও পরিচিত ব্যান্ডের পাশাপাশি গুণী ও নবীন সংগীত শিল্পীরা।
রাজধানীতে মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও বগুড়ার একটি মাঠে এ কনসার্ট শুরু হবে বিকাল ৩টায়।
বৃহস্পতিবার গুলশানের উদয় টাওয়ারে কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’ এর সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ আয়োজনের এসব তথ্য তুলে ধরেন।
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা এবং ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নামের এ সংগঠনের যাত্রা শুরু হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৬ ডিসেম্বর এ সংগঠন বিজয় দিবস উদযাপনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে কনসার্টের আয়োজন করে।
বৃহস্পতিবার এ্যানি ’সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি এই নামে ফাউন্ডেশন হিসেবে গঠনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতা দিবস উদ্যাপন হয়েছে রোজার মধ্যে। যে কারণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ ঈদের পর ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এক সঙ্গে দেশের চারটি ভেন্যুতে হবে এ কনসার্ট।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পাশাপাশি বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজ মাঠে এ আয়োজন হওয়ার কথা তুলে ধরেন তিনি।
এ্যানি বলেন, সম্পূর্ণভাবে দেশের গান, কৃষ্টি-সংস্কৃতির আলোকে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এজন্য সবার সহযোগিতা চান তিনি।
ঢাকার কনসার্টে গাইবে 'ফিডব্যাক', 'শিরোনামহীন', 'পাওয়ারসার্জ', 'অ্যাফিক' ও 'আফটারম্যাথ'।
এসব ব্যান্ডের পাশাপাশি আসর মাতাবেন নগর বাউল জেমস, ফেরদৌস ওয়াহিদ, হায়দার হোসেন, মিলা ইসলাম, খান আসিফুর রহমান আগুন, অনিমেষ রায়, প্রীতম হাসান, জেফার, সাবরিনা পড়শী, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম শাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম, মিফতা জামান, রায়হান, শুভ্র ও মৌসুমী।
চট্টগ্রামে থাকবে ব্যান্ড ‘মাইলস’, 'সোলস', 'আর্ক', 'লালন', 'অ্যাশেজ', 'সাবকনশাস’, 'বে অব বেঙ্গল', 'তীরন্দাজ', 'মেট্রিকেল' ও 'নাটাই'।
শিল্পীরা হলেন কিরণ চন্দ্র রায়, ইমরান মাহমুদুল, কোনাল, চিশতী বাউল, তাসনিম আনিকা, সালমা আক্তার, ইথুন বাবু ও ঋতু রাজ।
বগুড়ার কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড 'আর্টসেল', 'অ্যাভয়েড রাফা', 'ডিফরেন্ট টাচ', 'ভাইকিংস' ও 'বাগধারা'।
শিল্পীরা হলেন-বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, মিজানুর রহমান মিজান, হৃদয় খান, জিনিয়া জাফরিন লুইপা, কামরুজ্জামান রাব্বি, মুত্তাকী হাসিব, মিজান মাহমুদ রাজীব, ইয়ামিক ও মাহিন।
খুলনা কনসার্টে থাকবে ব্যান্ড 'ওয়ারফেজ', 'আর্বোভাইরাস', 'সোনার বাংলা সার্কাস', 'কার্ণিভাল', 'বাংলা ফাইভ', 'কুঁড়েঘর' ও 'বিবর্তন'।
শিল্পীরা হলেন-আসিফ আকবর, বালাম, তাহসান খান, মনির খান, দিলশাদ নাহার কণা, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, সানিয়া সুলতানা লিজা, পলাশ, নাসির ও রুখসার রহমান।
এ্যানি বলেন, এর পাশাপাশি এসব কনসার্টে আঞ্চলিক গান, কবিতা পাঠ, কৌতুক পরিবেশিত হবে।
তিনি বলেন, ‘‘বাংলাদেশের ওপর সাংস্কৃতিক আগ্রাসনকে আমরা বারবার মোকাবিলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এদেশের সংস্কৃতিতে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায় সেদিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি।”
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরে তিনি বলেন, ‘‘আমরা ‘সবার আগে বাংলাদেশ’কে একটা ফাউন্ডেশনের আওতায় নিয়ে এসেছি। আমরা শুধু সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনেই এটিকে বিস্তৃত রাখব না। বাংলাদেশের স্বার্থকে আমরা বড় করে দেখছি। সেখানে বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য যেকোনো অংশগ্রহনমূলক ভালো কাজে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন নিজেকে নিয়োজিত রাখবে।”
এ ফাউন্ডেশনের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবসময় উৎসাহ থাকার কথা তুলে ধরে এটির সভাপতি এ্যানি বলেন, তার চিন্তা, তার চেতনা, তার পরামর্শ এবং তার দূরদর্শী চিন্তা থেকেই ‘সবার আগে বাংলাদেশের’ আত্মপ্রকাশ।
”স্বাধীনতা দিবস উপলক্ষে যে কনসার্টের আয়োজন করেছি এটিও সম্পূর্ণভাবে উনার পরামর্শে, উনার গাইডেন্সে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”
সংবাদ সম্মেলনে ’সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ সুলতান সালা্উদ্দিন টুকু, সদস্য এম মোনায়েম মুন্না, এসএম জিলানি, আতিকুর রহমান রুম্মন, জাহিদুল ইসলাম রনি, এহসান মাহমুদ ও রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: