উইলে নাম না থাকলেও হ্যাকম্যানের সন্তানরা এখন সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।
Published : 19 Mar 2025, 12:05 PM
অস্কার জয়ী যুক্তরাষ্ট্রের প্রয়াত অভিনেতা জিন হ্যাকমানের ৮ কোটি ডলারের সম্পত্তির উত্তরাধিকার কারা সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা তার মোট সম্পদ স্ত্রী বেটসি আরাকাওয়াকে দিয়ে গেছেন। যার মৃতদেহ উদ্ধার হয়েছে নিউ মেক্সিকোর বাড়িতে হ্যাকমানের মরদেহের সঙ্গেই।
আইন বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের মতে আরাকাওয়া তার স্বামীর সাত দিন আগে মারা যাওয়াতে, সম্পত্তির উইলে নাম না থাকলেও হ্যাকম্যানের সন্তানরা এখন সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।
তবে হ্যাকম্যানের প্রয়াত সাবেক স্ত্রী ফে মালতেসের সঙ্গে থাকা তিন সন্তান- ক্রিস্টোফার (৬৫), এলিজাবেথ (৬২) ও লেসলি (৫৮) এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
গত ২৬ ফেব্রুয়ারিতে হ্যাকম্যান ও আরাকাওয়ার মরদেহ এবং তাদের একটি কুকুরের লাশ উদ্ধার করা হয় নিউ মেক্সিকোর হাইড পার্কের ওল্ড সানসেট ট্রেইলের সান্তা ফের বাসা থেকে।
এর পর থেকে এই দম্পতির মৃত্যু ঘটনা তদন্তে নামে একটি টিম। অনুসন্ধানকারী দল বলছে, ৯৫ বছর বয়সী হ্যাকমান মারা গেছেন হৃদরোগে (করোনারি আর্টারি ডিজিজ) আক্রান্ত হয়ে; আর তার স্ত্রী মারা গেছেন বিরল হান্টাভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়ে।
হৃদরোগ ছাড়াও হ্যাকম্যানের মৃত্যুর কারণের মধ্যে ‘অ্যালঝাইমার’ এবং পেটে খাবার না থাকার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে।
আর হ্যাকমানের স্ত্রী ৬৫ বছর বয়সী আরাকাওয়ার মারা গেছেন হান্টাভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়ে; যা সংক্রমিত হয় ইঁদুরের মল থেকে।
তদন্ত কর্মকর্তাদের ধারণা, আরাকাওয়ারের মৃত্যু হয়েছে তার স্বামীর মারা যাওয়ার অন্তত সাতদিন আগে।
নিউ মেক্সিকোর মেডিকেল ইনভেস্টিগের অফিসের চিকিৎসক হিদার জ্যারেল এক সংবাদ সম্মেলনে বলেন, “মিসেস আরাকাওয়ার সম্ভবত প্রথমে ১১ ফেব্রুয়ারি মারা যান। এটা যুক্তিসঙ্গতভাবে বলা যায় যে হ্যাকম্যান মারা গেছেন ১৮ ফেব্রুয়ারি।”
প্রাথমিকভাবে ঘটনাটিকে 'সন্দেহজনক' মনে হলেও পরে কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি।
হ্যাকমানের উইল যা বলছে
বিবিসি বলছে আইনি নথি অনুযায়ী, হ্যাকম্যান ১৯৯৫ সালে তার উইলে স্ত্রী আরাকাওয়াকে একমাত্র উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন।
এই উইলটি ২০০৫ সালে সর্বশেষ সংশোধন করা হয়েছিল।
আইনজীবী ট্রে লোভেল জানিয়েছেন, অন্য কোনো উত্তরাধিকারীর নাম হ্যাকম্যানের উইলে না থাকায়, উত্তরাধিকার আইন অনুযায়ী অভিনেতার সম্পত্তি তার সন্তানদের কাছে চলে যেতে পারে।
এক্ষেত্রে সন্তানদের প্রমাণ করতে হবে যে উইলটি অকার্যকর। কারণ তদন্ত কর্মকর্তারা অনুসন্ধান প্রতিবেদনে জানিয়েছেন, আরাকাওয়া মারা গেছেন তার স্বামী হ্যাকম্যানের আগেই।
আর আরকাওয়ার উইল অনুযায়ী তার সম্পত্তি হ্যাকম্যানের পাওয়ার কথা ছিল। কিন্তু ৯০ দিনের মধ্যে যদি তাদের দুজনের মৃত্যু হয়, তাহলে সম্পত্তি দিয়ে একটা ট্রাস্ট হবে আর সেখানকার আয় ব্যয় হবে দাতব্য কাজে।
সন্তানদের নিয়ে হ্যাকমান যা বলেছিলেন
১৯৮৯ সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাকম্যান একটা সময়ে তার তিন সন্তানকে নিয়ে কথা বলেছিলেন।
তিনি বলেছিলেন, “অভিনেতা হিসেবে খুব স্বার্থপর হয়ে যায় মানুষ একটা সময়ে। আমার পরিবার থাকলেও মাসের পর মাস তাদের থেকে দূরে থাকতে হত কাজের জন্য। খ্যাতি ও অর্থের লোভ সামলানো আমার পক্ষে কঠিন ছিল।”
অভিনেতার সন্তানরা সাধারণত সংবাদমাধ্যমের আড়ালে থাকলেও মাঝেমধ্যে তারা বাবার সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতেন।
দ্য আইরিশ ইন্ডিপেনডেন্টকে ২০০০ সালে হ্যাকম্যান বলেন, “একজন তারকার সন্তানদের জীবন কঠিন হয়। আমি সবসময় তাদের পাশে থাকতে পারিনি। আর ক্যালিফোর্নিয়ায় থাকার কারণে আমার খ্যাতি আমার ছেলেমেয়েদর উপরে একটা চাপ তৈরি করেছিল।”
হ্যাকম্যানের মৃত্যুর পর তার মেয়েরা এবং নাতনি ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দেন।
তারা বলেছেন, বিশ্বের বহু ভক্ত হ্যাকমানকে মিস করবেন।
“ তবে আমাদের কাছে তিনি শুধুই বাবা ও দাদু ছিলেন। আমরা তাকে মিস করব এবং এই শূন্যতা পূরণের নয়।”
ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন হ্যাকম্যান।
‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য ভক্তরা তাকে অনেক দিন মনে রাখবে।
অস্কারজয়ী হ্যাকম্যান মারা যান 'হৃদরোগে', স্ত্রী 'হান্টাভাইরাসে'
হ্যাকম্যান ও স্ত্রী মারা গিয়েছিলেন ১০ দিন আগেই