Published : 18 Jun 2023, 10:56 PM
কর্মজীবনে একের পর এক সাফল্যের পরেও ব্যক্তিগত জীবনে নিজেকে ‘দুর্ভাগা’ মনে করেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। তার ভাষ্যে, প্রেমের ক্ষেত্রে তিনি ততটা ভাগ্যবান নন।
এনডিটিভি বলেছে, সম্প্রতি কার্তিক নিজের আসন্ন সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’র প্রচারের জন্য টুইটারে ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেন। সেখানেই প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের একাধিক প্রশ্নের মুখে পড়েছেন তিনি।
একজন ভক্ত প্রশ্ন করেন, “আপনি পারিবারিক বিয়ে ও প্রেমের বিয়ের মধ্যে কোনটা বেছে নেবেন? মালা আন্টি নিশ্চয়ই আপনার জন্য অনেক প্রস্তাব পাচ্ছেন।”
জবাবে কার্তিক বলেন, “নিশ্চয়ই ভালোবাসায় সিক্ত বিয়ে। প্রস্তাব তো আসতেই থাকে।”
আরেক ভক্তের জিজ্ঞাসা, “আপনি কি সত্যিকারের ভালবাসা খুঁজে পেয়েছেন?"উত্তরে অভিনেতা বলেন, প্রেমের ভাগ্য তার খুব একটা ভালো নয়।
তারপরই অভিনেতার কাছে জানতে চাওয়া হয় কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি? উত্তরে কার্তিক বলেন, “অনুষ্ঠান বাড়ি, ঘোড়া সবই প্রস্তুত। শুধু মেয়েটাই তো নেই!”
২০২০ সালে ‘লাভ আজ কাল’ সিনেমার সেটে কার্তিক ও সারা আলি খানের প্রেম শুরু হলেও সিনেমা মুক্তির আগেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তারা। তবে দুজনের কেউই প্রেম বা বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলেননি কখনও।
এদিকে বছরের শুরু থেকে ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জনের ডালপালা ছড়ায়। কয়েকমাস আগে সেই গুঞ্জনে ‘হাওয়া দিয়ে’ সামনে আসে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও, যেখানে একই হোটেল থেকে দুজনকে বেরিয়ে আসতে দেখা যায়।
মাসকয়েক আগে এক সাক্ষাৎকারে প্রেম-বিয়ে প্রসঙ্গ উঠে এলে কার্তিক বলেন, “আমার মা চায় আমি আগামী ৩-৪ বছর মন দিয়ে কাজ করি। আমারও সব ফোকাস এখন ক্যারিয়ারে। কপাল ভালো, পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই আমার উপরে বিয়ে নিয়ে। তবে হ্যাঁ, জীবনে ভালোবাসার জায়গা অবশ্যই আছে।”
কার্তিকের সাম্প্রতিক সিনেমা ‘শেহজাদা’ বক্স অফিসে ব্যর্থতার মুখ দেখেছে।
আগামী ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সমীর বিদ্বানস পরিচালিত ‘সত্যপ্রেম কি কথা’।