মুম্বাইয়ের প্রতি মায়া থাকলেও সেখানকার কোনো প্রাসাদে থাকতে চাননা অভিনেতা। আর তাই ইতিমধ্যে বাড়ি বানাবেন বলে পাহাড়ে জায়গাও কিনে নিয়েছেন।
Published : 22 Jun 2023, 03:27 PM
জমকালো বিলাসবহুল জীবন নয়, প্রকৃতির সান্নিধ্যে সাদামাটা জীবন যাপনেই শেষ বয়সটা পার করতে চান ভারতের গুণী অভিনেতা মনোজ বাজপেয়ী। আর সেই খবর প্রকাশ করেছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেতা নিজেই।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, সম্প্রতি মনোজ নিজের অবসর পরবর্তী পরিকল্পনা প্রকাশ করেছেন।
অভিনেতা জানিয়েছেন, অভিনয় ছাড়ার পর পাহাড়েই ঘর বাঁধতে চান এ অভিনেতা। একটি ছোট বাড়ি বানানোর জন্য পাহাড়ে জায়গাও কিনেছেন তিনি।
“মুম্বাইয়ের প্রতি মায়া থাকলেও এখানকার কোনো প্রাসাদে থাকতে চাইনা আমি। অভিনয় ছাড়ার পর শেষ বয়সটা পাহাড়েই কাটিয়ে দেব। ইতিমধ্যে পাহাড়ের ছোট একটা বাড়ি বানাব বলে জায়গাও কিনে নিয়েছি।”
মনোজ আরও জানান, মুম্বাইয়ে তার মেয়ে আভা নায়লা থাকবে, তবে তিনি নন।
এর আগে এক সাক্ষাত্কারে অভিনেতা তার অবসর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঠিক যেদিন অভিনেতা হিসেবে সন্তুষ্ট বোধ করবেন, সেদিনেই অভিনয় ছেড়ে অবসরে যাবেন।
সর্বশেষ মনোজকে দেখা গেছে ‘সিরফ এক বান্দা কাফি হ্যায়’ সিনে মায়। এর আগে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বিপরীতে ‘গুলমোহর’ ছবিতে কাজ করেছিলেন। আগামীতে কানু বেহল পরিচালিত ‘ডেসপ্যাচ’ এ দেখা যাবে মনোজকে।
বলিউডই প্রথম ‘জোকার’এর মতো চরিত্রের কথা ভেবেছিল: মনোজ