সিনেপ্লেক্সের ছয়টি শাখায় প্রতিদিন মোট ২৩টি শো চলবে ‘জোকার ২' সিনেমার।
Published : 19 Oct 2024, 05:32 PM
দুই সপ্তাহ আগে বিশ্বব্যাপী মুক্তির পর এবার ঢাকায় মুক্তি পেয়েছে সাড়া তোলা হলিউডি সিনেমা ‘জোকার ২’।
সিনেমার পুরো নাম ‘জোকার: ফোলি আ দ্যু’, শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে চলছে সিনেমাটি। সিনেপ্লেক্সের ছয়টি শাখায় প্রতিদিন মোট ২৩টি শো চলবে ‘জোকার ২’।
বিজ্ঞপ্তিতে এই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার পতন পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে সিনেমাটি মুক্তিতে কিছুটা দেরি হয়েছে।
২০১৯ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা ‘জোকার’। এই সিনেমায় গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন ওয়াকিন ফিনিক্স।
প্রথম কিস্তি বিশ্বব্যাপী সাড়া ফেলার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের কমতি ছিল না।
‘জোকার: ফোলি আ দ্যু’ এ ওয়াকিন ফিনিক্সের সঙ্গে আরো আছেন লেডি গাগা, ব্রেন্ডন গ্লিসন, ক্যাথরিন কিনার, জাজি বিটজসহ অনেকে।
'জোকার ২' সিনেমাটি মিউজিক্যাল সাইকোলজিক্যাল থ্রিলার। এতে জোয়াকিন ফিনিক্স নানা সমস্যায় জর্জরিত স্ট্যান্ডআপ আর্থার ফ্লেক হিসেবে অভিনয় করেছেন। লেডি গাগা অভিনয় করেছেন 'হার্লে কুইন' চরিত্রে।
হার্লিন কুইঞ্জেল গোথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন।
২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ২০ মিলিয়ন মার্কিন ডলার।