রণবীর সিং- কথাটা ফাঁস করার পর তাতে সম্মতি জানান করণও; আর তাতেই অবাক বনে যান আলিয়া, কেননা বিষয়টা তার জানা ছিল না ।
Published : 20 Nov 2023, 04:59 PM
বরাবরই স্বামী রাণবীর কাপুরের প্রতি নিজের ক্রাশের কথা প্রকাশ্যে বলে এসেছেন আলিয়া ভাট। এরপর বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করে বিয়ে, একসন্তানের বাবা-মাও হয়েছেন তারা। সম্প্রতি আলিয়াকে প্রথম দেখে রাণবীরের যে অনুভূতি হয়েছিল, তা প্রকাশ্যে এসেছে রাণবীর সিংয়ের কথায়।
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, কফি উইথ করণ-এর সিজন ৭-এ আলিয়ার সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং। আর সেখানেই আলিয়ার প্রতি ‘মিস্টার কাপুর’ এর সুপ্ত ভালো লাগার কথা ফাঁস করেন।
নায়ক জানান, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর সেটেই আলিয়াকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে বসেছিলেন রাণবীর কাপুর।
একবার আলিয়ার ডেবিউ সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর সেটে হাজির হয়েছিলেন রাণবীর। আর সেখানেই করণ জোহরকে উদ্দেশ্য করে মজা করে বলেছিলেন, ‘আমার কি ওকে বিয়ে করা উচিত?’
রণবীর সিং কথাটা ফাঁস করার পর তাতে সম্মতি জানান করণও; আর তাতেই অবাক বনে যান আলিয়া, কেননা বিষয়টা তার জানা ছিল না।
২০১৮ সাল থেকে রাণবীর-আলিয়ার বন্ধুত্ব, সেই থেকে প্রেম। গত বছরের এপ্রিলেই বিয়ে সারেন আলোচিত এই জুটি। এরপর গত জুন মাসে নিজেই ঘরে নতুন অতিথি আসার সুখবর দেন আলিয়া।
বিয়ের বছর ঘোরার আগেই গত ৬ নভেম্বর আলিয়া-রণবীবের মেয়ের রাহার জন্ম হয়। চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এ তারকা জুটি।