৫১ ব্ছর আগে ১৯৭৩ সালে বাঙালি মেয়ে জয়া ভাদুড়ি তার সিনেমার নায়ক অমিতাভকে বিয়ে করে হয়ে যান জয়া বচ্চন।
Published : 07 Oct 2024, 12:18 PM
পঞ্চাশ বছরের বেশি সময় আগে যে নায়িকাকে নিজের অর্ধাঙ্গিনী করেছিলেন বলিউডি মহাতারকা অমিতাভ বচ্চন, সেই মানুষটিকে নিয়ে তিনি কী কখনো ‘নিরাপত্তাহীনতায় ভুগেছেন’?
ইন্ডিয়া টুডে লিখেছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শোয়ে অমিতাভকে এমন প্রশ্ন করে হকচকিয়ে দিয়েছেন অভিনেতা আমির খান।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আগামী ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন উপলক্ষে এই গেইম শোয়ে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে। ওই পর্বের শুটিংয়ে অতিথি হয়েছেন আমির এবং তার বড় ছেলে জুনাইদ খান।
পর্বটির একটি ঝলক সোশাল মিডিয়ায় এসেছে। সেখানে আমিরকে এই প্রশ্ন করতে দেখা গেছে। প্রশ্নের পর অমিতাভের প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হচ্ছে।
আমির প্রশ্ন করেন, “জয়াজি (জয়া বচ্চন) যখন কোনো সিনেমার শুটিং করতে যেতেন, তখন সেই চলচ্চিত্রের নায়ককে কি আপনি ঈর্ষা করতেন? কোনো ধরনের অস্বস্তি অনুভব করতেন?”
এ কথায় কিছু সময় চুপ করে থেকে অমিতাভ হেসে লুটিয়ে পড়েন।
তবে এর কোনো সদুত্তর তিনি দিয়েছেন কী না, তা জানা যাবে ওই পর্ব প্রচারের পর।
অমিতাভ বচ্চনের সঙ্গে জয়ার প্রথম দেখা ‘বংশী বিরজু’ সিনেমায়। আর ‘গুড্ডি’ সিনেমার শুটিং থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু। অমিতাভ একই সঙ্গে ‘আধুনিক এবং ট্র্যাডিশনাল’ কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন। এই দুই বিচারে জয়াকেই তার মনে ধরে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
সেই প্রেম থেকে ৫১ ব্ছর আগে ১৯৭৩ সালে বাঙালি মেয়ে জয়া ভাদুড়ি তার সিনেমার নায়ক অমিতাভকে বিয়ে করে হয়ে যান জয়া বচ্চন।
বিয়ের একমাস পর অমিতাভ-জয়া জুটির প্রথম সিনেমা ‘অভিমান’ তুমুল জনপ্রিয়তা পায় দুজনের অভিনয় গুণ, সিনেমার গান আর গল্পে। এরপরেও তারা বহু সিনেমায় জুটি বেঁধেছেন।
এই জুটির পাঁচ দশকের সংসার জীবনে ঝড়ও এসেছে, তারপরও দাম্পত্য অটুট রেখেছেন অমিতাভ ও জয়া।