নারী দিবসে দীপ্ত প্লে-তে আসছে ‘পরি’

মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিনেমা ‘পরি’ দেখা যাবে আন্তজার্তিক নারী দিবসে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 06:34 AM
Updated : 1 March 2023, 06:34 AM

পাচারকারীদের খপ্পরে থাইল্যান্ডে আটকে থাকা বাংলাদেশি তরুণী ফিরতে চান দেশে; কোনো উপায় না পেয়ে যখন তার জীবন অন্ধকারে ডুবছিল, সেসময়ই আলোর প্রদীপ নিয়ে আসেন এক তারকা অভিনেতা।

কিন্তু পর্দার সেই জনপ্রিয় অভিনেতা ওই তরুণীকে পাচারকারীদের থেকে উদ্ধার করে আনার সত্যিকারের নায়ক হতে পারবেন কিনা, তা দেখা যাবে আগামী ৮ মার্চ।

মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিনেমা ‘পরি’ দীপ্ত প্লে-তে দেখা যাবে আন্তজার্তিক নারী দিবসে, যেখানে গল্পের মূল ভূমিকায় রয়েছেন ফারহান আহমেদ জোভান ও পুজা চেরি।

মাহমুদুর রহমান হিমির নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।

পরিচালক জানাচ্ছেন, বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পূজা চেরি ও জোভানকে অন্য এক রূপে দেখা যাবে সেখানে।

সিনেমায় জোভান দেশের শোবিজ অঙ্গনের একজন বড় তারকা, অন্যদিকে থাইল্যান্ডে পাচার হওয়া ‘পরি’ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।

দীপ্ত প্লে’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবপাচার নিয়ে ‘পরি’ সিনেমার গল্প হলেও ‘ড্রামা, রোমান্স, থ্রিল’ সবকিছুই রয়েছে সিনেমাটিতে। ইতোমধ্যে ‘পরি’র পোস্টারও প্রকাশ পেয়েছে।