সিনেমায় আলোচিত চরিত্র মঞ্জুলিকা রূপে ফিরে এসেছেন বিদ্যা। তবে মাধুরীর চরিত্রটি এখনো অপ্রকাশ্য রেখেছেন পরিচালক।
Published : 28 Oct 2024, 08:17 PM
‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর দর্শকদের অপেক্ষা ছিল বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের যুগল নাচের ভিডিওর জন্য। অপেক্ষা মিটিয়ে বিদ্যা-মাধুরী জুটি নতুনভাবে আনলেন ‘আমি যে তোমার’ গানটি, এবারের শিরোনাম ‘আমি যে তোমার ৩.০’।
এ গানের সঙ্গে বিদ্যার ধ্রুপদী নাচ ১৭ বছর আগে ‘ভুল ভুলাইয়া’ সিনেমাটিকে দর্শকনন্দিত করেছিল। আমাল মালিকের সংগীতায়োজনে এবারো গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রাজপ্রাসাদের সেট সাজিয়ে করা হয়েছে শুটিং। রাজদরবারে নর্তকী হিসেবে দেখা যাচ্ছে বিদ্যা ও মাধুরীকে।
আনিস বাজমি পরিজালিত আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলা এই সিনেমায় আলোচিত চরিত্র মঞ্জুলিকা রূপে ফিরে এসেছেন বিদ্যা। তবে মাধুরীর চরিত্রটি এখনো অপ্রকাশ্য রেখেছেন পরিচালক।
এতে ফের ‘রুহ বাবা’ হয়ে ধরা দিয়েছেন কার্তিক আরিয়ান, সঙ্গে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি এবং ক্যামিও চরিত্রে মাধুরী দীক্ষিত।