আগামী ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসবে কারিনার ‘জানে জা’।
Published : 09 Feb 2024, 04:44 PM
‘জানে জা’ সিনেমা দিয়ে হালের জনপ্রিয় মাধ্যম ওটিটিতে অভিষেক হচ্ছে বলিউডি তারকা কারিনা কাপুরের। সেই সিনেমার একটি নতুন পোস্টার এসেছে সোশাল মিডিয়ায়।
থ্রিলারধর্মী সিনেমাটির পোস্টারে কারিনার সঙ্গে অভিনেতা জয়দীপ আহলাওয়াত ও বিজয় ভার্মাকে দেখা গেছে।
পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করে কারিনা লিখেছেন, “এই সিনেমার তিনটি দিক। সেই দিকগুলো পোস্টারে দেখানো হয়েছে।“
আগামী ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসবে কারিনার ‘জানে জা’। সিনেমাটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ; চিত্রনাট্যও তারই করা।
জাপানি লেখক কেইগো হিগাশিনোর উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুজয়।
কারিনার চরিত্রের নাম ‘মায়া ডি সুজা’, মূলত তাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প।
কারিনা বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত। এই প্রথম দর্শকরা আমাকে একটি থ্রিলারে দেখতে পাবেন। ‘জানে জা’ এমন একটা স্ক্রিপ্ট, যা আমি প্রথমবার শুনেই হ্যাঁ বলেছিলাম।“
কদিন আগে আসে সিনেমার ট্রেইলার। যেখানে রহস্য গল্পের আভাস মেলে।
এর আগে গত বছর আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যায় কারিনাকে।
- সংবাদসূত্র পিংকভিলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)