‘পেট কাটা ষ’র দ্বিতীয় সিজনের নাম রাখা হয়েছে ‘২ষ’।
Published : 22 Nov 2024, 05:07 PM
নুহাশ হুমায়ূনের ওটিটি সিরিজ ‘পেট কাটা ষ’র দ্বিতীয় মৌসম ‘২ষ’ নির্মাণ শেষ, এখন কেবল মুক্তির অপেক্ষা।
সিরিজের টিজার প্রকাশ করে এই খবর জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, প্রথমটির মত দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। সেগুলোর নাম এবং মুক্তির তারিখ শিগগির জানানো হবে।
‘২ষ’ র গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার। এই গল্পগুলো লিখেছেন নুহাশ ও তার মা গুলতেকিন খান। এই প্রথমবারের মত কোনো সিরিজের জন্য গল্প লিখেছেন কবি গুলতেকিন।
‘২ষ’তে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, কাজী নওশাবা আহমেদসহ অনেকে।
নুহাশ জানিয়েছেন, দ্বিতীয় সিজনে অতিপ্রাকৃত ও মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। এসবের সঙ্গে এবার জুড়ে দেওয়া হয়েছে কিছু প্রশ্নও।
নুহাশের ভাষ্যে, লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে '২ষ' বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে।’
নুহাশ আরও বলেন, "দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এ ভয় বা ভীতি মানুষকে দাবিয়ে রেখেছে বহু বছর। ‘২ষ’র প্রতিটি পর্বে সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।"
২০২২ সালে তৈরি হয় চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলোয় সেই ভৌতিক গল্পগুলো দর্শকের কাছে প্রশংসিত হয়।
সিরিজটি চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, “পেট কাটা ষ ভালো সাড়া পেয়েছিল। দর্শকদের চাওয়া ছিল দ্বিতীয় সিজনের, সেটা আমরা করতে পেরেছি। আশা করছি সিরিজ দেখে দর্শকদেরও ভালো লাগবে।"
'পেটকাটা ষ' ছাড়াও 'মশারি', 'অস্থির সময় স্বস্তির' নামের সিরিজ নিয়ে ওটিটিতে কাজ করেছেন নুহাশের। গত বছর যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছে তার ‘ফরেনারস অনলি’ সিরিজ।
এছাড়াও 'ইতি তোমারই ঢাকা', 'মুভিং বাংলাদেশ' সিনেমা নির্মাণ করেছেন তিনি।