আসছে ‘ব্ল্যাক মিরর’র ষষ্ঠ সিজন, আসছেন সালমা হায়েক

রন পল, অ্যানি মারফি, জোশ হার্টনেট, কেট মারা, মাইকেল সেরা ও ররি কুলকিনের মতো তারকাদের দেখা গেছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 05:39 PM
Updated : 10 May 2023, 05:39 PM

দীর্ঘ তিন বছর পর মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মিরর’র ষষ্ঠ সিজন। নতুন সিজনে অভিনয় করেছেন মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী সালমা হায়েক ও মার্কিন অভিনেতা অ্যারন পল।

সিএনএন জানিয়েছে, আগামী জুনে চার্লি ব্রুকারের ব্যাঙ্গাত্নক ভৌতিক অ্যান্থলজি সিরিজ ‘ব্ল্যাক মিরর’ নেটফ্লিক্সে মুক্তি পাবে।

গত মাসের শেষের দিকে নেটফ্লিক্সের ইউটিউব একাউন্ট থেকে সিরিজটি ষষ্ঠ সিজনের মুক্তির ঘোষণা দিয়ে একটি টিজার প্রকাশ করা হয়।

প্রায় দেড় মিনিটের ভিডিওটিতে সালমা হায়েক, অ্যারন পল, অ্যানি মারফি, জোশ হার্টনেট, কেট মারা, মাইকেল সেরা ও ররি কুলকিনের মতো তারকাদের দেখা গেছে।

টিজারের ক্যাপশনে লেখা, “আপনারা অপেক্ষা করেছেন। বিস্মিত হয়েছেন। আপনাদের আগেই সতর্ক করা হয়েছিল। চার্লি ব্রুকারের ব্ল্যাক মিরর’র ষষ্ঠ সিজন মুক্তি পেতে চলেছে। এখনও পর্যন্ত সবচেয়ে অপ্রত্যাশিত, বিমূর্ত ও অভাবনীয় একটি সিরিজ। জুনে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।”

সিরিজ নিয়ে ব্রুকার বলেন, তিনি নিজের ও দর্শকদের জন্য বিষয়গুলোকে আকর্ষণীয় করে তুলতে নতুন সিজনটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন। সিরিজটিতে কী প্রত্যাশা করা উচিৎ, সে সম্পর্কে অনেক কিছুতেই নিজস্ব কিছু মৌলিক ধারণা উল্টে দিয়েছেন তিনি। আগের সিজনগুলোর চেয়েও বেশি বৈচিত্র্যময় উপাদান থাকছে নতুন সিজনে।

‘ব্ল্যাক মিরর’ এখন পর্যন্ত মোট ছয়টি এমি অ্যাওয়ার্ড জিতেছে। ২০১১ সালে যুক্তরাজ্যের চ্যানেল ফোর-এ প্রথম প্রিমিয়ার হয় সিরিজটির। পরে আসে নেটফ্লিক্সে।