হেলাল হাফিজের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে নাটক ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’
Published : 27 Feb 2025, 12:56 AM
দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজকে উৎসর্গ করে নাটক নির্মাণ করেছেন পরিচালক রুবেল আনুশ।
নাটকের নাম ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’; গল্প লিখেছেন রুবেল আনুশ নিজেই, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অব্রাহাম তামিম।
বিজ্ঞপ্তিতে রুবেল আনুশ জানিয়েছেন, হেলাল হাফিজের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে নাটকটি।
এতে অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী ও তন্নি মাহমিদ তৃণা।
‘কি যেন ভুলতে চেয়েছিলাম’ নাটকের গল্পে মফস্বলের এক তরুণ কবির গল্প তুলে ধরা হয়েছে। যে কবি শহরের নীরা নামের এক তরুণীর প্রেমে পড়ে যায়।
নীরাকে নিয়েই লেখা হতে থাকে কবির সব কবিতা। তবে তাদের এ প্রেম পূর্ণতা পায় না। একটা সময়ে নীরার বিয়ে যায়, মেয়েটি চলে আসে ঢাকায় এবং কবিও ঢাকায় এসে পুরোদমে সাহিত্যচর্চা চালিয়ে যেতে থাকেন। একসময় তার কবিতার বই বের হয়, যে বইয়ের সব কবিতা নীরাকে নিয়ে লেখা। বইটি পড়ে মানসিকভাবে ভেঙে পড়েন নীরা।
একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মেয়েটি। এমনই গল্পে এগিয়ে যাবে নাটকটি।
নাটকটি দেখা যাচ্ছে গ্লোবাল টেলিভিশনের ইউটিউব চ্যানেলে।
গেল বছরের ১৩ ডিসেম্বর অনন্তলোকে পাড়ি দিয়েছেন হেলাল হাফিজ।
১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর বইটির ৩৩টির বেশি সংস্করণ বেরিয়েছে।
আড়াই দশক পর ২০১২ সালে তিনি পাঠকদের জন্য আনেন দ্বিতীয় বই ‘কবিতা একাত্তর’। তৃতীয় ও সর্বশেষ বই ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয় ২০১৯ সালে।