ওবামা বলেন, “কয়েকটি সিনেমা, যা এই বছর দেখে ফেলার পরামর্শ দিচ্ছি।“
Published : 23 Dec 2024, 12:08 AM
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবা তার পছন্দের সিনেমার তালিকা প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে, যা তিনি বরাবরই করে থাকেন বছর শেষে।
১০টি সিনেমার ওই তালিকায় শীর্ষে আছে কান চলচ্চিত্রের ৭৭তম আসরে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জিতে নেওয়া পায়েল কাপাডিয়ার ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
যে সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে দুই ভারতীয় নার্সের গল্প নিয়ে।
এর পরে রয়েছে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘ডিউন: পার্ট টু’ ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’, ‘আনোরা’ ‘ডিডি’, ‘সুগারকেন’ এবং ‘আ কমপ্লিট আননোন’।
এই পোস্টের ক্যাপশনে ওবামা লিখেছেন “কয়েকটি সিনেমা, যা এই বছর দেখে ফেলার পরামর্শ দিচ্ছি।“
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ কান উৎসবে জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রি’। গেল তিন দশকের মধ্যে এটাই ভারতের প্রথম সিনেমা, যা কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়ে পুরস্কার জিতেছে।
এতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন।ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ইতালির যৌথ প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন কাপাডিয়া।
ওবামার তালিকার দ্বিতীয় স্থানে আছে ‘কনক্লেভ’ ‘সিনেমাটি।
এই রাজনীতিকের পছন্দের তৃতীয় ও চতুর্থ সিনেমা হল ‘দ্য পিয়ানো লেসন’ ও ‘দ্য প্রমিস ল্যান্ড।’
রহস্য-রোমাঞ্চ ঘরানার সিনেমা ‘কনক্লেভ’।
পিটার স্ট্রগনের গল্পে সিনেমাটি বানিয়েছেন পরিচালক এডওয়ার্ড বার্গার।
‘দ্য পিয়ানো লেসন’ সিনেমাটি বানিয়েছেন ম্যালকম ওয়াশিংটন
ওবামার পছন্দের চতুর্থ সিনেমা ‘দ্য প্রমিস ল্যান্ড’ পরিচালনা করেছেন নিকোলাজ আর্সেল। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাডস মিকেলসেন।
ডেনমার্ক, জার্মানি ও সুইডেনের যৌথ প্রযোজনায় ‘দ্য প্রমিস ল্যান্ড’ বানানো হয়েছে।
‘ডিউন: পার্ট ২’ ও ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমা দুইটিকে ওবামা তার তালিকায় রেখেছেন পঞ্চম ও ৬ষ্ঠ নম্বরে।
ব্যবসা সফল সিনেমা ‘ডিউন: পার্ট ২’ পরিচালনা করেছেন ডেনিস ভিলেনিউভ।
তেহরানের বিচার ব্যবস্থার ‘অসঙ্গতি’ নিয়ে ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফের ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ বছরের আলোচিত একটি সিনেমা।
সিনেমাটি অস্কারে মনোনীত হয়েছে।
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ‘আনোরা’ সিনেমাটি ওবামার পছন্দের তালিকায় সপ্তমে স্থান পেয়েছে।
শন বেকারের পরিচালনায় ‘কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক যৌনকর্মীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
চলতি বছরের আলোচিত কামিং অব এজ কমেডি চলচ্চিত্র ‘ডিডি’ ওবামার পছন্দের অষ্টম সিনেমা।
ওবামার প্রিয় সিনেমার তালিকায় নয় নম্বরে আছে ‘সুগারকেন।
এমিলি ক্যাসি ও হুলিয়ান ব্রেভ নোসিক্যাট ভারতীয় আবাসিক স্কুলে শিশুদের যৌন নির্যাতন ও শিশু নিখোঁজের ঘটনা নিয়ে এই তথ্যচিত্রটি বানিয়েছেন।
‘আ কমপ্লিট আননোন ওবামার তালিকার দশম সিনেমা।
গানের কবি অস্কার জয়ী বব ডিলানকে নিয়ে গল্প বোনা হয়েছে এই সিনেমায়। নির্মাতা জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের এই বায়োপিকে তার ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোতে শ্যালামে
বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি।