সিজন ২ নিয়ে নতুন একটি টিজার প্রকাশ করলেও, এর মুক্তির দিনক্ষণ এখনও জানা যায়নি।
Published : 19 Jun 2023, 10:55 PM
প্রস্তুত হয়ে যান ‘স্কুইড গেইমস’ এর দ্বিতীয় মৌসুমের জন্য। এই মৌসুমে দক্ষিণ কোরীয় এই থ্রিলার আসছে আরও বড় পরিসরে।
সিএনএন জানিয়েছে, এই সিরিজের প্রযোজনা সংস্থা স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স শনিবার ব্রাজিলে তাদের টুডুম গ্লোবাল ফ্যান ইভেন্ট উৎসবে স্কুইড গেইমসের দ্বিতীয় মৌসুমের বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছে।
নেটফ্লিক্স ‘স্কুইড গেইমসে’র দ্বিতীয় মৌসুমের জন্য একটি নতুন টিজারও প্রকাশ করেছে। সেখানে আগের মৌসুমের অভিনয়শিল্পীদের পাশাপাশি নতুন মুখও দেখা গেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র লি জুং-জায়ের সঙ্গে লি বাইয়ুং-হান ও উয়ি হা-জুনও থাকছেন।
ধারাবাহিকে নতুন করে যারা যুক্ত হচ্ছেন তাদের মধ্যে আছেন ইম সি-ওয়ান, কাং হা-নেউল, পার্ক সুং-হুন ও ইয়াং ডং-গেউন।
অবশ্য পুরানোদের মধ্যে ওহ ইয়েওং-সু, যিনি প্রথম মৌসুমে ওহ ইল-নাম চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি দ্বিতীয় মৌসুমে থাকছেন কিনা তা এখনও নিশ্চিত করেনি নেটফ্লিক্স।
দর্শকরা কবে স্কুইড গেইম ২ দেখতে পাবেন সেই দিনক্ষণও চূড়ান্ত করেনি প্রযোজনা সংস্থাটি।
২০২১ সালে মুক্তি পাওয়ার পর ছয়টি প্রাইমটাইম এমি পুরস্কার জিতে নেয় স্কুইড গেইমসের প্রথম মৌসুম।