গত বৃহস্পতিবার প্যারিসে পৌঁছান জিন।
Published : 14 Jul 2024, 09:29 PM
জনপ্রিয় দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস এর সদস্য জিন প্যারিস অলিম্পিকের মশাল বহন করবেন।
কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপের বরাত দিয়ে দ্য কোরিয়ান টাইমস লিখেছে, রোববার ফ্রান্সের ল্যুভ মিউজিয়ামের সামনে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় জিন মশাল বহন করবেন।
অলিম্পিকের মশালটি প্যারিসে পৌঁছায় রোরবার। এবার অলিম্পিকের পর্দা উঠছে আগামী ২৬ জুলাই। এর আগে রীতি মেনে এই মশাল বহনের আয়োজন করা হয়েছে। আর সেই আয়োজনে মশাল বহন করবেন এই কে-পপ তারকা।
এরপর উদ্বোধনী আসরের আগে দেশটির বিভিন্ন প্রদেশে মশালটি নিয়ে যাওয়া হবে।
এ আনুষ্ঠানিকতায় অংশ নিতে গত বৃহস্পতিবার প্যারিসে পৌঁছান জিন। ৩১ বছর বয়সী এই সংগীত শিল্পী সামরিক প্রশক্ষিণ শেষে কিছুদিন আগেই বাড়ি ফিরেছেন।
জিনের ফেরার দিন সিউলে রীতিমত উৎসব লেগে যায়। ওই অনুষ্ঠানে চার হাজার শ্রোতা উপস্থিত থাকলেও মঞ্চে উঠে জিনকে আলিঙ্গনের সুযোগ পান এক হাজার অনুরাগী। র্যাফেল ড্রর মাধ্যমে ওই এক হাজার ভক্তকে বেছে নেয় কর্তৃপক্ষ।
এ বছরের শেষ দিকে গানে নিয়মিত হওয়ার কথা রয়েছে জিনের।
কোরীয় তরুণদের সামরিক প্রশিক্ষণ পর্বের প্রস্তুতি শুরু হয় সাধারণ ১৮ বছর বয়স থেকে। ২০ বছর বয়সের মধ্যে তাদের শারীরিক পরীক্ষা করা হয় যে, আদৌ সেই তরুণ সামরিক প্রশিক্ষণের জন্য উপযুক্ত কি না। পরীক্ষায় পাস করলে পরে সুবিধাজনক সময়ে টানা ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যেতে হয় তরুণদের।
তবে ২০২২ সালে আইন সংশোধন করে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিল করে ৩০ বছর করা হয়। এই 'বিশেষ ক্ষেত্রের' মধ্যে পড়েছেন বিটিএসের সদস্যরা।
বিটিএসের বাকি সদস্যদের মধ্যে আরএম, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন।
এছাড়া সুগা একজন সোশাল সার্ভিস এজেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। কেননা তিনি নিয়মিত প্রশিক্ষণের জন্য যে শারীরিক যোগ্যতা, সেটি পূরণ করতে পারেননি।
বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ২০২৫ সালের জুনে সামরিক বাহিনী থেকে বিটিএস সদস্যদের দায়িত্ব শেষ হবে।