প্রতি সপ্তাহের রোব থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দেখা যাবে নাটক ‘অনলাইন অফলাইন সিজন ২’।
Published : 25 Feb 2025, 11:12 AM
চার বছর আগে প্রচার হওয়া মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইনের' দ্বিতীয় সিজন এসেছে।
বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, দর্শকদের চাহিদার কারণে এই নাটকের দ্বিতীয় কিস্তি বানানো হয়েছে।
সোমবার থেকে প্রচারে এসেছে ‘অনলাইন অফলাইন সিজন ২’ নাটক।
প্রতি সপ্তাহের রোব থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দেখা যাবে নাটকটি।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, সাঈদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সালহা খানম নাদিয়া, শামীমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, মিষ্টি ঘোষ, মারুফ মিঠু, রিমু খন্দকার, আনোয়ার হোসাইন, হানিফ পালোয়ান, অর্পন, মাসুদ হারুন সহ অনেকে।
পরিচালক সাগর জাহান জানিয়েছেন, প্রথম সিজনের শেষের দিক থেকেই এবারের সিজনের গল্প শুরু হয়েছে।
“প্রথম সিজনে অফলাইনে চলে যাওয়া কণাকে দিয়েই শুরু হবে এই গল্প। কণা ফিরে এসে রন্টুকে খুঁজতে থাকে। রিশাদের সাথে দেখা হয় তার। রকির সাথে দেখা হয়। কিন্তু কেউ তাকে রন্টুর খোঁজ দেয় না।“
ধারাবাহিকটি নিয়ে পরিচালক বলেন, "এটি মূলত একটি ট্রেন্ডি প্রোডাকশন। গল্পে অনেক টুইস্ট আছে। প্রথম সিজনের মত এই সিজনও দর্শকদের আনন্দ দিবে। আসলে দর্শকদের ভালোবাসা থেকেই সিজন ২ করার উৎসাহ পেয়েছি।"