চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
Published : 02 Feb 2025, 03:49 PM
দীর্ঘদিন পর ওটিটিতে এসেছে অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ 'ফেউ'। নির্মাতা সুকর্ন সাহেদ ধীমান তার এই সিরিজে ভারতের মরিচঝাঁপির ‘গণহত্যার’ ইতিহাস তুলে ধরেছেন।
এছাড়াও দর্শকপ্রিয় মার্কিন টিভি গেইম শো ‘ফ্যামিলি ফিউডের’ বাংলাদেশি সংস্করণ শুরু হয়েছে বঙ্গতে। দেখা যাচ্ছে এই শোয়ের প্রথম পর্ব।
গেল বছরের ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিসে সাড়া তোলা ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’ এসে গেছে নেটফ্লিক্সে।
এসব ছাড়াও কিংবদন্তী নির্মাতা, আঁকিয়ে সত্যজিৎ রায়ের ‘গল্প বলিয়ে তারিণী খুড়ো’ সিনেমাটি দেখাচ্ছে ডিজনি প্লাস হটস্টার।
মরিচঝাঁপির ইতিহাস দেখুন 'ফেউ' সিরিজে
চরকিতে দেখা যাচ্ছে তরুণ নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের ‘ফেউ’ সিরিজটি। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংলগ্ন সুন্দরবনের মরিচঝাঁপির ‘গণহত্যার’ ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে এই সিরিজ। গল্পটি দর্শকদের ভিন্ন দুটি সময়ের মধ্য দিয়ে নিয়ে যায়, যার একটি ১৯৭৯ সালের, অন্যটি ২০০২ সালের।
সিরিজে দেখা যায়, মরিচঝাঁপিতে একসময় শরণার্থীদের উচ্ছেদ করতে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়। ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া, নির্বিচার মানুষ হত্যার ঘটনাও ঘটে। ১৯৭৯ সালে ঘটে যাওয়া ওইসব ঘটনার উন্মোচন করতে ২০০২ সালে কিছু মানুষ পথে নামে । এভাবেই এগিয়ে গিয়েছে সিরিজটির গল্প।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু।
বঙ্গতে ‘ফ্যামিলি ফিউড'
অর্ধশতাধিক দেশে সাড়া ফেলা যুক্তরাষ্ট্রের টিভি গেইম শো ফ্যামিলি ফিউডের বাংলাদেশি সংস্করণ শুরু হয়েছে বঙ্গতে। গত সোমবার থেকে প্রচার শুরু হয়েছে এই অনুষ্ঠানের। পারিবারিক গল্পের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
ফ্যামিলি ফিউডে লড়াই হয় দুইটি পরিবারের সদস্যদের মধ্যে। একশ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন তারা। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা। তাদের দেওয়া উত্তরের ভিত্তিতে জমা হয় পয়েন্ট।
প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তারা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানিতে’ অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।
আড্ডা, রসিকতা ও পারিবারিক বন্ধনের মিশেলে এই অনুষ্ঠানটি থাকছে ২৪ টি পর্ব। যা প্রতি সোমবার প্রচার হবে।
‘পুষ্পা ২’ দেখা যাচ্ছে ঘরে বসে
নেটফ্লিক্সে গত বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে ভারতীয় হিন্দি সিনেমা ‘পুষ্পা ২’। এই সিনেমার প্রথম কিস্তি ‘পুষ্পাতে’ পুষ্পার উত্থান দেখানো হয়। দ্বিতীয় কিস্তিতে উঠে এসেছে পুষ্পার দাপট। আন্তজার্তিক চোরাচালানের জগতে প্রবেশ করে পুষ্পা।
চন্দন কাঠ চোরাচালানকারী কোন্ডা রেড্ডির প্রিয় হয়ে ওঠে পুষ্পা। যে সামান্য এক দিনমজুর থেকে নিজের বুদ্ধি ও শ্রম দিয়ে শীর্ষ স্থান দখল করে নেয়। চন্দন কাঠ চোরাচালানে হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী চরিত্র। এক সময় রাজনীতিতে পা দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বড় বড় চুক্তি করে পুষ্পা।
এভাবেই নানা বাঁধা, প্রতিশোধ ও সংঘর্ষ নিয়েই এগিয়ে যায় সিনেমার গল্প।
সিনেমার পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, এছাড়াও আছেন রাশমিকা মানদানা, ফাহাদ ফাসিলের মত অভিনয় শিল্পীরা।
তারিণী খুড়োর গল্পে 'দ্য স্টোরি টেলার'
হিন্দি সিনেমা 'দ্য স্টোরি টেলার' দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। গত মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়ের ‘গল্প বলিয়ে তারিণী খুড়ো’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।
সিনেমার গল্পে দেখা যায়, তারিণী খুড়ো নামের এক ব্যক্তি একজন দক্ষ গল্প কথক। একদিন এক চাকরির বিজ্ঞাপন নজর কাড়ে তার। যেখানে লেখা রয়েছে এক ব্যবসায়ী এমন একজন গল্প কথকের সন্ধান করছেন, যে প্রতি রাতে তাকে একটি করে মৌলিক গল্প শোনাবেন। তারিণী এরপর যোগাযোগ করে চাকরিটি পান।
এরপর তারিণী প্রতি রাতে একটি করে মৌলিক গল্প শোনায়, যা খুব পছন্দ হয় ব্যবসায়ীর। তবে কথার ছলে সেই ব্যবসায়ী জনাতে পারেন তারিণী গল্প লিখতে জানেন না, শুধু গল্প বলতে পারে। সেই সুযোগ কাজে লাগিয়ে তারিণীর বলা গল্প নিজের নামে ছাপিয়ে বিখ্যাত হয়ে ওঠেন ওই ব্যবসায়ী।
এতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, আদিল হুসেন, অনিন্দিতা বসু, রেবতী, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়সহ অনেকে।