“সহজিয়া হৃদয় ছুঁয়ে দিয়েছে। এমন এক সন্ধ্যা কাটাতে পেরে আমি মুগ্ধ, আয়োজন দারুণ ছিল,” বলেন এক দর্শক।
Published : 10 Jan 2025, 11:16 PM
সাপ্তাহিক ছুটির দিনের সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমিতে হয়ে গেল 'সহজিয়া' ব্যান্ডের একক কনসার্ট; গানে গানে মেতেছিলেন শত শত দর্শক।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হয় সহজিয়ার পরিবেশনা। ‘রাঙা বউ রাঙা ভোর, রাঙা রাত পূর্ণিমা, নদী পাড় বাঁশঝাড়, হঠাৎ এক মাছরাঙা’ গানের সুর সুরে পর্দার আড়াল থেকে বের হন দলের সদস্যরা।
মঞ্চে এমন ভঙ্গিতে গানের দলটির আগমন দেখে উল্লাসে মেতে ওঠে দর্শক-শ্রোতা।
‘ধ্যান’ শিরোনামের এ কনসার্টে ‘মাছরাঙা' গানের পর সহজিয়ার ভোকাল রাজীব উদ্দিন রাজু শুরু করেন 'চোখে চোখ' গান। একে একে 'ভুলে যাও শবনম', 'রং মিস্ত্রি', 'ব্যথা দিও না' গান পরিবেশন করেন। কিছুক্ষণ থেমে গাইলেন 'স্বপ্নের আকাশ' ও 'মা' গান। এভাবে প্রথম অ্যালবাম 'রং মিস্ত্রি'র সব গান শেষ করে রাজু।
প্রায় এক ঘণ্টার পরিবেশনা শেষে চলে ২০ মিনিট বিরতি। এরপর 'ভোর থেকে রাত' গান দিয়ে আবার শুরু হয়। 'ঘোড়া', 'আমাদের কথা', 'চকলেট', 'যাদুকর' গানেও মাতেন দর্শক।
দর্শকের আবদারে মঞ্চে 'অপেক্ষা' ও ‘মেলা’ নামের গানটিও গেয়ে শোনান রাজু।
মঞ্চে তিনি বলেন, “২০১১ সালে শাহবাগে ছবির হাটে ‘মুজিব ভাইয়ের দোকান’ থেকে আমাদের গান গাওয়ার স্বপ্ন শুরু। সেখান থেকেই আমরা ‘চাঁদে যাওয়ার’ স্বপ্ন দেখতাম। চলেন ‘চাঁদ থেকে’ ঘুরে আসি।”
এরপর শুরু করেন 'চল যাই চাঁদে' গানটি। শেষ করে গাইলেন 'ফেরা' গান।
এ কনসার্টে নিজেদের নতুন গান 'অভিনয়' প্রকাশের কথা আগেই বলেছিল দলটি। সে অনুযায়ী গানটি রাজু গেয়ে শোনান। এরপর 'বোকা পাখি', 'ছোট পাখি' গান দিয়ে শেষ হয় ব্যান্ডের আড়াই ঘণ্টার পরিবেশনা। লম্বা এ সময়ে ২৩টি গান হয়েছে মঞ্চে।
অনুষ্ঠানে আলতাফ পারভেজ নামে এক দর্শক গ্লিটজকে বলেন, “সহজিয়া হৃদয় ছুঁয়ে দিয়েছে। আমি এসব গানের ভক্ত। এমন এক সন্ধ্যা কাটাতে পেরে আমি মুগ্ধ। আয়োজন দারুণ ছিল।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুবনা আক্তার বলেন, "সহজিয়ার সব গান এক সঙ্গে শোনা অন্যরকম অনুভূতি।”
সাবিনা পারভিন নামে আরেকজন বলেন, "আমরা একটা বড় গ্রুপ মিলে কনসার্টে এসেছি। বেশ ভালো লেগেছে। সহজিয়ার গানগুলো ইউটিউবে শোনা হত। এবারই প্রথম সরাসরি শোনা হল। দারুণ অভিজ্ঞতা।”
পাঁচ সদস্যের এ ব্যান্ডে মঞ্চে ড্রাম বাজান শরফুদ্দিন রাব্বি। বেইজ গিটারে জাফরি আবেদিন, গিটারে সজীব হায়দার এবং সাজেদুল ইসলাম শিমুল।
আরও পড়ুন-