বলিউডের চলচ্চিত্র জগতে একজন বহিরাগত হিসাবে তাকে বেশ সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে অভিনেতা আরিয়ানকে।
Published : 30 Aug 2024, 12:48 PM
‘ভুলভুলাইয়া ২’, 'চান্দু চ্যাম্পিয়ন' খ্যাত হিন্দি সিনেমার অভিনেতা কার্তিক আরিয়ানকে বলিউডে জায়গা করে নিতে অন্য অনেকের চাইতে সংগ্রাম করতে হয়েছে বেশি। কারণ তিনি কোনো তারকাভিনেতার সন্তান নন, ইন্ডাস্ট্রির খ্যাতনামা কারোর সঙ্গে এই অভিনেতার পারিবারিক যোগসূত্রতাও ছিল না।
মাথা তুলে দাঁড়ানোর সেই সংগামের গল্প আরিয়ান করেছেন টাইমস অব ইন্ডিয়ার কাছে।
তিনি বলেন, “বলিউডের বাইরে থেকে এসে সুযোগ পাওয়া এবং নিজের কাজের জন্য প্রশংসা আদায় করে নেওয়া কঠিন। এবং সেটা শেষ পর্যন্ত মনের ওপর প্রভাব ফেলে। নতুন করে সবকিছু শেখার পরও সমানাধিকারের জন্য লড়াই করতে হয়।”
এই কাজে ধৈর্য ধরাকে অন্যতম কাজ বলেন মনে করেন আরিয়ান।
পরিশ্রম ধরে রাখার পরামর্শ দিয়ে আরিয়ান বলেন, "চলচ্চিত্রজগতের বাইরে থেকে আসাটা যে দুর্বলতা নয়, সেটি বোঝাতে গিয়েও বেশ পরিশ্রমের প্রয়োজন হয়েছে। এখন পর্যন্ত আমি যা যা করেছি, সবটাই নিজের পরিশ্রমে।"
আগামীতে আরিয়ানকে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। যা চলতি বছরের নভেম্বরে দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।