নভেম্বর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় ৫ তারকাকে নিয়ে শুরু হতে যাচ্ছে হুমায়ূন আহমেদের নতুন ছবি 'আমার আছে জল' এর চিত্রায়নের কাজ। 'আমার আছে জল' উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন হুমায়ূন আহমেদ নিজেই। লোকেশন দেখতে ৮ নভেম্বর সিলেটের শমসেরনগর যাচ্ছেন ছবির পরিচালক।
ছবির প্রধান ৫টি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ, মাহফুজ আহমেদ, শাওন, মাজনুন মিজান ও এবারের লাক্স-চ্যানেল আই সুন্দরী মীম।
২০ ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে। শুটিং চলবে একটানা ২০ মার্চ পর্যন্ত। ছবির শুটিং লোকেশন দেখতে ৮ নভেম্বর সিলেটের শমসেরনগর যাচ্ছেন ছবির পরিচালক হুমায়ূন আহমেদ।
হুমায়ূন আহমেদের সহকারী ও ছবির একজন অভিনেতা জুয়েল রানা জানান, "এবারের ছবিটি হুমায়ূন স্যার অনেক যত