১৮৭ জন সংসদ সদস্য ৩২ ঘণ্টা ৩ মিনিট বাজেট আলোচনা করেন।
Published : 07 Jul 2023, 12:34 AM
একাদশ জাতীয় সংসদের ত্রয়োবিংশতম অধিবেশন শেষ হয়েছে, যা ছিল এ বছরের বাজেট অধিবেশন।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশ পড়ে শুনিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে ১৯৭২ সালের ১৬ জানুয়ারি বাস্তুহারাদের উদ্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৯ মিনিট ১০ সেকেন্ডের ভাষণের অডিও শোনানো হয়।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংসদের অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার।
এর মধ্য দিয়ে ৩১ মে থেকে ২২ কার্যদিবস পর্যন্ত অধিবেশন চলার পর সংসদের চলতি অধিবেশন শেষ হয়।
বাজেট নিয়ে সংসদে আলোচনা চলবে ৪০ ঘণ্টা
১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’য় সর্বোত্তম জনকল্যাণের লক্ষ্যমাত্রাকে সামনে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। ২৬ জুন জাতীয় সংসদে এ বাজেট পাস হয়।
অধিবেশনে সম্পূরক বাজেটসহ সামগ্রিক বাজেট আলোচনায় ১৮৭ জন সংসদ সদস্য অংশ নেন এবং মোট ৩২ ঘন্টা ৩ মিনিট আলোচনা হয়। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ১৪টি বিল পাস হয়। পাসের অপেক্ষায় আছে ৬টি বিল। সংশ্লিষ্ট কমিটির পরীক্ষাধীন ১১টি বিল। কমিটির রিপোর্ট উপস্থান হয় ৫টি। কমিটি পুনর্গঠন হয় ৪টি। অডিট রিপোর্ট উপস্থাপন করা হয় ৪৭টি।
আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৩৩টি নোটিস পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৯৭টি প্রশ্ন পাওয়া যায়, তারমধ্যে তিনি ৫৬টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ১ হাজার ৮৭৯ টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১ হাজার ৩৩৩টি প্রশ্নের জবাব দেন।