অর্থবছরের প্রথম তিন মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে প্রায় ৯ দশমিক ৭৪ শতাংশ।
Published : 14 Oct 2023, 04:22 PM
সেপ্টেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার সামান্য কমলেও খাদ্য খাতে এই হার এখনও ১২ শতাংশের উপরে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেথা যাচ্ছে, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ; যা গতবছর সেপ্টেম্বরে ৯ দশমিক ১০ শতাংশ ছিল।
৯ দশমিক ৬৩ শতাংশ মূল্যস্ফীতির মানে হল, গত বছরের সেপ্টেম্বরে দেশের বাজারে যে পণ্য বা সবা ১০০ টাকায় পাওয়া যেত, গতমাসে সেই পণ্য বা সেবা পেতে ১০৯ দশমিক ৬৩ পয়সা খরচ করতে হয়েছে।
অগাস্ট মাসে সাধারণ মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশে পৌঁছে গিয়েছিল, যা বহু বছরের মধ্যে সর্বোচ্চ। এই হার গত মার্চ থেকেই ৯ শতাংশের উপরে থাকছে।
সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ১২ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা অগাস্টে ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ।
আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি অগাস্টের ৭ দশমিক ৯৫ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৭ দশমিক ৮২ শতাংশ হয়েছে।
অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, যা অগাস্টে ৯ দশমিক ৬৩ শতাংশ ছিল। আর গ্রামে ৯ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৭৫ শতাংশ হয়েছে।
সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ধরেছিল, কিন্তু অর্থবছরের প্রথম তিন মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে প্রায় ৯ দশমিক ৭৪ শতাংশ।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: