বাজেট সহায়তায় ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

তিন বছরের রেয়াতকালসহ ঋণ পরিশোধের সময় ধরা হয়েছে ২৬ বছর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2023, 05:50 PM
Updated : 14 June 2023, 05:50 PM

চলমান সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

বুধবার এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে চীনভিত্তিক ব্যাংকটির চুক্তি সই হয়েছে।

বর্তমান মুদ্রা বিনিময় হার (এক ডলারে ১০৮ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ চার হাজার ৩২০ কোটি টাকা।

সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রাম (সাব প্রোগ্রাম-২) কর্মসূচির আওতায় বাজেট সাপোর্ট হিসেবে এ ঋণ নেওয়া হচ্ছে জানিয়ে ইআরডি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চীনে অবস্থিত এআইআইবির প্রধান কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ চুক্তি হয়েছে।

চুক্তিতে ইআরডি সচিব শরীফা খান ও এআইআইবির ভাইস প্রেসিডেন্ট (ইনভেস্টমেন্ট অপারেশন) উরিজিত আর প্যাটেল সই করেন।

এ ঋণের অর্থ কোভিড ১৯ ও বিশ্বব্যাপী চলমান আর্থিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যবহৃত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তিন বছরের রেয়াতকালসহ ঋণ পরিশোধের সময় ধরা হয়েছে ২৬ বছর। ঋণের সুদহার নির্ধারিত হবে সোফর (সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট) এর সঙ্গে ভেরিয়েবল স্প্রেড এক দশমিক ১৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯ এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতি নানাবিধ বিরূপ পরিস্থিতির সম্মুখীন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নসহ নানা সংকটে পড়েছে দেশের অর্থনীতি।

এমন প্রেক্ষাপটে অর্থনৈতিক সংকট মোকাবিলায় এআইআইবিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী বাজেট সহায়তা দিতে সম্মতি দিয়েছে।

এই ৪০ কোটি ডলারসহ এআইআইবি থেকে তিন বছরে ১৪৫ কোটি ডলারের বাজেট সহায়তা পেল বাংলাদেশ।