খুলনা বিভাগীয় অঞ্চলে পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থা শক্তিশালী ও আধুনিক করতে দেশীয় প্রতিষ্ঠান বিআরবি কেবলস থেকে ১৪ হাজার ৫০০ কিলোমিটার বার কেবল ও ইনস্যুলেটেড কেবল কিনছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি আলাদা লটে কেনা এসব ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, তিন লটের এই কেনাকাটায় খরচ হবে ১৫২ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ৫৮০ টাকা।
তিনি বলেন, “বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) প্রকল্পের প্রথম লটে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬৭ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭৯০ টাকায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার কন্ডাক্টর ও বারওয়্যার কিনছে।
“দ্বিতীয় লটেও একই পরিমাণ তার কেনার প্রস্তাব রয়েছে, যা ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে। একই প্রকল্পের তৃতীয় লটে বিআরবির কাছ থেকে ১৮ কোটি ৬৭ লাখ ১৪ হাজার টাকায় ১ হাজার ২০০ কিলোমিটার কন্ডাক্টর ও ইনস্যুলেটেড ওয়্যার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।”