“কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য মূল্যস্ফীতি ৮ শতাংশের মধ্যে নামিয়ে আনা,” বলেন মেজবাউল হক।
Published : 05 Oct 2023, 11:25 PM
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিন মাসের মধ্যে আবারও নীতি সুদহার হিসেবে পরিচিত রেপো সুদহারে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক; এক দফায় ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়ার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
নতুন রেপো সুদহার বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলেও জানান তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য মূল্যস্ফীতি ৮ শতাংশের মধ্যে নামিয়ে আনা।
গত এক যুগে এত বেশি হারে রেপোর হার বাড়ায়নি কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত জুলাইতে সর্বশেষ রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়েছিল। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো রেপো সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক।
রেপো হার বাড়লে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ও ব্যাংকের টাকা ধার করার সুদহার বাড়বে। একই সঙ্গে এর প্রভাবে ব্যাংকে আমানত ও ঋণের সুদহারও বাড়বে। এতে আমানত রাখার পরিমাণ বাড়বে এবং ঋণ নেওয়ার প্রবণতা কমে বাজারে মুদ্রা সরবরাহ কমবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে সাধারণভাবে মনে করা হয়।
বুধবার রেপোর হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে ঋণের পরবর্তী কিস্তি ছাড় নিয়ে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে সংস্কার ও শর্তগুলোর বিষয়ে পর্যালোচনা করতে গত মঙ্গলবার ঢাকায় এসেছে প্রতিনিধি দলটি।
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে আইএমএফের সঙ্গে চুক্তির সমঝোতা অনুযায়ী আর্থিক খাতের সংস্কারের অগ্রগতির বিষয়ে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরই বিকালে রেপো হার বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে রেপো সুদহার আরও বাড়ানো হতে পারে বলে সকালে বিফ্রিংয়ে জানিয়েছিলেন মুখপাত্র মেজবাউল।
গত জানুয়ারিতে চলতি বছরের প্রথমবার রেপো হার ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬ শতাংশ করেছিল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের দ্বিতীয়ার্ধের জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতি ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মূল্যস্ফীতির চাপ সামাল দিতে নীতি সুদহার বাড়ানোর কথা বলেছিলেন। টাকার সরবরাহ কমিয়ে এনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটাই উদ্দেশ্য। তখন রেপো দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়েছিল।
এরপরও মূল্যস্ফীতির পারদ চড়তে থাকে। সবশেষ সেপ্টেম্বরে তা কিছুটা কমে ৯ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। অগাস্টে যা ছিল ৯.৯২ শতাংশ।
রেপো সুদ বাড়ানোর পর কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য নীতি সুদহারও বাড়াতে হবে বাংলাদেশকে। রিভার্স রেপো (জুলাই থেকে তা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি-এসডিএফ নাম) ও এসএলএফ-স্টান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (জুলাইয়ের আগে ছিল স্পেশাল রেপো) সুদহারও বাড়বে।
মুখপাত্র জানিয়েছেন, রেপো সুদহারের সঙ্গে মিল রেখে রেখে অন্যান্য সব ধরনের সুদহারও বাড়বে। নতুন সুদহার বৃহস্পতিবার জানিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক।
গত জুলাই থেকে এসডিএফ সুদহার ৪.৫০ শতাংশ ও এসএলএফ ৮.৫০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। তখন বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, নীতি সুদহার বা রেপো এর উপরে ২০০ বেসিস পয়েন্ট যোগ করে এসএলএফ সুদহার ও ২০০ বেসিস পয়েন্ট বিয়োগ করলে এসডিএফ সুদহার নির্ধারিত হবে। এ দুই সীমার মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের সুদহার নির্ধারিত হবে।
এ নীতি অনুযায়ী, রেপোরেট ৭.২৫ শতাংশের সঙ্গে ২০০ বেসিস পয়েন্ট যোগ করলে এসএলএফ সুদহার ৯.২৫ শতাংশ হবে সর্বোচ্চ আর এসডিএফ হবে সর্বনিম্ন ৫.২৫ শতাংশ।
এসএলএফ সীমা হচ্ছে কলমানিতে এক দিনের জন্য ধার নেওয়ার সর্বোচ্চ সুদ হার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, কলমানিতে বুধবার এক দিনের জন্য নেওয়া সর্বোচ্চ সুদহার ছিল ৭.২৫ শতাংশ।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে: (ফেইসবুক লিংক)