তিন বছরের জন্য নিয়োগ পেলেন কেন্দ্রীয় ব্যাংকের এই দুই নির্বাহী পরিচালক।
Published : 08 Sep 2024, 10:07 PM
সার্চ কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ব্যাংকে নতুন দুই ডেপুটি গভর্নর নিয়োগ দিয়েছে সরকার; যারা দুইজনই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক।
রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরী ও মো. কবির আহম্মদকে ডেপুটি গভর্নর করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে তাদের বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া এবং অবসরত্তোর ছুটি স্থগিতের শর্তে তাদের তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন বিক্ষোভ হয় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে। গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং চার ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তারা। পরে পদত্যাগ করেন গভর্নর এবং দুই ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশিদ আলম।
পরে ১৪ অগাস্ট বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বেছে নেয় সরকার। এখন দুই শূন্যপদে ডেপুটি গভর্নরও নিয়োগ দেওয়া হল।
বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নরের চারটি পদেই নিয়োগ দেয় সরকার। সবশেষ গত ২৮ ফেব্রুয়ারি নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম এবং প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন।
সরকার পতনের পর সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে ডেপুটি গভর্নর নিয়োগে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তাফা কামাল মুজেরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক নজরুল হুদা ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস।