করহার বেশি বলে রাজস্ব আদায় কম: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশে করের হার তুলনামূলক বেশি হওয়ার কারণে দেশের রাজস্ব আদায়ের হার কম বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 01:43 PM
Updated : 13 Sept 2018, 01:43 PM

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) আয়োজনে ‘উদীয়মান বাংলাদেশ: ব্যবসাবান্ধব নীতি ও পরিকল্পনা’ শীর্ষক সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান ৩৫ শতাংশ কোম্পানি করহার কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা উচিত। ভিয়েতনাম ও সিঙ্গাপুরে করহার ১৫ শতাংশ।

“তাহলে কেন আমাদের লোকেরা ৩৫ শতাংশ আয়কর দেবে?”

পরিকলমন্ত্রী বলেন, করহার ১০ শতাংশে নামিয়ে আনলে রাজস্ব আদায় দ্বিগুণ করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর সাদাত।

তিনি বলেন, দেশে আমলাতান্ত্রিক জটিলতা এবং ওয়ান স্টপ সার্ভিস ততটা নেই। অদক্ষ শ্রমিকের অভাব নেই। দক্ষতা বাড়াতে সরকারি বেসরকরি অংশিদারিত্বে কারিগরি শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।

“বিনিয়োগকারী এখানে এলে ২০-২৫ বছর ব্যবসার চিন্তা করে আসেন। সে অনুযায়ী পরিকল্পনা নিয়ে সরকারকে মাঠে নামতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিডার নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে নীতিসহায়তা দেওয়ার কারণে পোশাক খাত অনেক এগিয়ে গেছে।

“এ কারণেই ৮০ শতাংশের বেশি রপ্তানি আয় আসে পোশাক খাত থেকে। ”