উত্তরবঙ্গের কিছু এলাকায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমেছে।
Published : 15 Jan 2024, 09:18 AM
শীত আর কুয়াশার দাপটের মধ্যে ফসলের সুরক্ষায় বোরো ধানের বীজতলায় পানি ধরে রাখাসহ জরুরি কিছু পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের কিছু এলাকায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমেছে।
এ সময়ে তীব্র ঠান্ডা থেকে মাঠের ফসল রক্ষার জন্য জরুরি পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কুয়াশা ও মৃদু/তীব্র শীতের এ সময় বোরো ধানের বীজতলায় ৩-৫ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে।
ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা এবং চারার স্বাভাবিক বৃদ্ধির জন্য রাতে স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিতে হবে, বীজতলা থেকে পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে এবং প্রতিদিন সকালে চারার ওপর জমা শিশির ঝরিয়ে দিতে হবে।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর নাবী ধসা রোগের আক্রমণ হতে পারে। প্রতিরোধের জন্য অনুমোদিত মাত্রায় ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক ৭/১০ দিন পর পর ছিটাতে হবে।
সরিষায় অলটারনারিয়া ব্লাইট রোগ দেখা দিতে পারে। রোগ দেখা দেওয়ার সাথে সাথে অনুমোদিত মাত্রায় ইপ্রোডিয়ন গোত্রের ছত্রাকনাশক ১০-১২ দিন পর পর ৩ থেকে ৪ বার ছিটাতে হবে।
ফল গাছে নিয়মিত হালকা সেচ দিতে হবে। কচি ফল গাছ ঠান্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড়/পলিথিন শিট দিয়ে ঢেকে দিতে হবে।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অফিস।
রোববার দিনাজপুরে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।