“আর্থিক খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে," বলেন উপদেষ্টা।
Published : 29 Sep 2024, 05:57 PM
ঋণ সহায়তার পূর্বশর্ত হিসাবে সম্ভাব্য সংস্কার পরিকল্পনাগুলো নিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে আরও আলোচনা করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে দেশের আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, "বিশ্ব ব্যাংক ও আইএফসি কী কী ধরনের সহায়তা দেবে তা নিয়ে আলোচনা করেছি। আর্থিক খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।"
ওয়াশিংটনে গেলে কারিগরি সহায়তা ও আর্থিক সহায়তা নিয়ে আরও আলোচনা হবে জানিয়ে সালেহ উদ্দিন আহমেদ বলেন, “ওরা সব ব্যাপারে আমাদেরকে সহায়তা দেবে। আমাদেরও কিছু কাজ করতে হবে। আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য সহায়তা দেবে।"
সহায়তার পরিমাণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, অক্টোবরে যুক্তরাষ্ট্রে অষ্ঠেয় বিশ্ব ব্যাংকের বৈঠকে ঋণের পরিমাণ চূড়ান্ত হবে।
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার, বাংলাদেশ ও ভুটানের আবাসিক প্রতিনিধি আব্দুল্লায়ে সেক, আইএফসির সাউথ এশিয়ান রিজিওনাল ডিরেক্টর ইমাদ ফাখুরি, চিফ রিস্ক অফিসার বিবেক পাঠক বৈঠকে উপস্থিত ছিলেন।
অবশ্য গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এক বৈঠকের পর সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
অজয় বাঙ্গা বলেন, নতুন ঋণ হিসেবে দেওয়া হবে দুই বিলিয়ন ডলার এবং বিদ্যমান কর্মসূচি থেকে দেওয়া হবে আরও দেড় বিলিয়ন ডলার। বিশ্ব ব্যাংক ডিজিটাইজেশন, তারল্য, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহণ খাত সংস্কারে এ সহায়তা করবে।