সোমবার পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলন করে এই প্রতিবেদনের বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।
Published : 01 Dec 2024, 03:38 PM
বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত নিয়ে তৈরি করা শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দপ্তরে গিয়ে তাদের প্রতিবেদন জমা দেয় বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।
আর কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলন করে এই প্রতিবেদনের বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে গত ২৮ অগাস্ট এ কমিটি গঠন করে।
সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয়ের নেতৃত্বে ১২ সদস্যের এ কমিটি দায়িত্ব পাওয়ার পরপরই কাজে নেমে পড়ে। নিজেদের মধ্যে বৈঠক করা ছাড়াও অংশীজনদের মতামত নেয় তারা।
কমিটি গঠনের সময় বলা হয়েছিল, দেশের সামষ্টিক অর্থনীতি ও খাতভিত্তিক অর্থনীতির অবস্থা এবং সামনের দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশ থাকবে এ শ্বেতপত্রে। ৯০ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল কমিটিকে।
শ্বেতপত্রে যা থাকছে
>> সরকারি অর্থায়ন ব্যবস্থাপনা: অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয় (বিনিয়োগ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধ), ঘাটতি বাজেটের অর্থায়ন।
>> মূল্যস্ফীতি ও খাদ্য পরিধারণ: উৎপাদন, সরকারি ক্রয় ও সরকারিভাবে খাদ্য বিতরণ ।
>> বহিঃলেনদেন ভারসাম্য: রপ্তানি, আমদানি, প্রবাসী আয়, সরাসরি বিদেশি বিনিয়োগ, বিদেশি মুদ্রার রিজার্ভ, বৈদেশিক অর্থায়ন ও ঋণ প্রবাহ।
>> বিদ্যুৎ ও জ্বালানি: চাহিদা, সরবরাহ, মূল্য নির্ধারণ, খরচ ও ক্রয় চুক্তি।
>> বেসরকারি বিনিয়োগ: ঋণ প্রাপ্তি, বিদ্যুৎ, যোগাযোগ ও লজিস্টিকস।
>> কর্মসংস্থান: দেশে ও বিদেশে কর্মসংস্থান, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে মজুরি; যুব কর্মসংস্থান।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বৃহস্পতিবার এক সেমিনারে জানান, “অনেকের কাছে ধারণা হয়েছে, এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি, আমি আপনাদের পরিষ্কার বলে দিতে চাই এটা দুর্নীতি ধরার কমিটি না।
“এটা হল, দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রা কী সেটা বলবে। কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে এটা বলা আমাদের দায়িত্ব না। এটা বলার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে।’’