বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব ব্যাংক পাঠিয়েছে।
Published : 19 Dec 2024, 10:38 PM
অনলাইনে বা সশরীরে গ্রাহকের সম্মতির শর্তে চার ধরনের সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবে বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত আমৃত্যু পুনঃবিনিয়োগের সুবিধা পাবেন গ্রাহক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়ে আগের নির্দেশনা সুস্পষ্ট করেছে।
চার ধরনের সঞ্চয়পত্র হল- পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র।
তবে এ সুবিধা পাবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের যেগুলো চলতি বছরের ১ ডিসেম্বর বা এরপর মেয়াদোত্তীর্ণ হবে।
এছাড়া ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যু করা সঞ্চয়পত্রের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। তবে ঊর্ধ্বসীমার অতিরিক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে আগের সার্কুলারে বলা হয়েছিল, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে সংশ্লিষ্ট বিনিয়োগকারী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পুনঃবিনিয়োগের আবেদন করতে পারবেন। এছাড়া তিনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখানে সশরীরে উপস্থিত হয়েও পুনঃবিনিয়োগের জন্য আবেদন দাখিল করতে পারবেন।
সার্কুলারে এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের গত ১৮ নভেম্বরের নেওয়া সিদ্ধান্ত যুক্ত করা হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী, ম্যানুয়াল পদ্ধতিতে বিনিয়োগ করা বন্ডেও একই মেয়াদে পুনঃবিনিয়োগ সুবিধা পাওয়া যাবে। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় কেনা ওয়েজ আর্নার বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড আগে থেকে এ সুবিধা পায়।
এ ক্ষেত্রেও প্রতিবার পুনঃবিনিয়োগের জন্য অনলাইনে বা সশরীর গ্রাহকের সম্মতি নিতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগকারীকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ জমা দিতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে কিংবা সশরীর কার্যালয়ে উপস্থিত হয়ে এই নথি জমা দেওয়া যাবে।