ইউরেনিয়ামের প্রথম চালান আসে গত ২৮ সেপ্টেম্বর, তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দিন এল দ্বিতীয় চালান।
Published : 05 Oct 2023, 08:35 PM
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের দ্বিতীয় চালান এসে পৌঁছেছে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির প্রথম চালান এসেছিল গত ২৮ সেপ্টেম্বর, তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দিনে এল দ্বিতীয় চালান।
বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে একটি চার্টার্ড বিমান তেজস্ক্রিয় জ্বালানির দ্বিতীয় চালান নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বলে নিশ্চিত করছেন প্রকল্পের অন্যতম প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাশিয়া থেকে একটি চার্টার্ড বিমানে ইউরেনিয়ামের প্রথম চালানের মতোই দ্বিতীয় চালান আজ ঢাকায় পৌঁছেছে।”
ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকায় পৌঁছার পরদিনই সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তা সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।
বৃহস্পতিবার রূপপুরে জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান হয়, যাতে ভার্চুয়ালি যোগে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রূপপুর প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে।
রাশিয়ার সহযোগিতায় রূপপুরে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি হচ্ছে। এই ব্যয়ের ৯০ শতাংশই রাশিয়ার ঋণ হিসেবে পাচ্ছে বাংলাদেশ।
এই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা ২০২৫ সালে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।