আরিফ বিভিন্ন স্থান থেকে নকল সাবান সংগ্রহ করে বাসায় ‘ডেটল’ শব্দটি সাবানে বসান। পরে নকল সাবানটি প্যাকেট করে বাজারজাত করতেন।
Published : 02 Nov 2023, 07:43 PM
চট্টগ্রামে ঘরে বসে নকল ডেটল সাবান তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নগরীর হালিশহর এলাকা থেকে বুধবার রাতে এ নকল কারখানার খোঁজ পাওয়ার পর সেখান থেকে প্রায় পাঁচ হাজার নকল ডেটল সাবান ও প্যাকেট জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল ইসলাম আরিফ (২২)।
নগর গোয়েন্দা পুলিশের (বন্দর-পশ্চিম) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফ বিভিন্ন স্থান থেকে নকল সাবান সংগ্রহ করে বাসায় ‘ডেটল’ শব্দটি সাবানে বসান। পরে নকল সাবানটি প্যাকেট করে বাজারজাত করতেন।
আরিফের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে হালিশহর থানায় একটি মামলা করা হয়েছে।