নগরীর এ আসনে ভোট হবে ৩০ জুলাই।
Published : 04 Jul 2023, 08:07 PM
চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত নগরীর জুবিলী রোডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
প্রয়াত আওয়ামী লীগ নেতা আফছারুল আমীনের এ আসনে নির্বাচন করতে আগ্রহী অন্যরা হলেন- জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, গণমুক্তি জোটের রশিদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ও মনজুরুল ইসলাম ভুঁইয়া।
মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার পর নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান জানান, ৬ জুলাই প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হবে।
নগরীর এ আসনে ভোট হবে ইভিএমে যেখানে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন ভোটার ১৫৬টি ভোটকেন্দ্রে ৩০ জুলাই ভোট দেবেন।
মনোনয়নপত্র জমা দিতে ভিড়
মঙ্গলবার দুপুর ১টা থেকে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসতে থাকেন। বিকাল পৌনে ৩টার দিকে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। এসময় তার সঙ্গে ছিলেন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ বেশ কিছু সংখ্যক নেতাকর্মী।
তারা দলবেঁধে নির্বাচন কর্মকর্তার কক্ষে যান। অন্য প্রার্থীরাও এ সময়ের আগে পরে সেখানে আসেন। এসময় প্রায় ৩০ জনের মতো সংবাদমাধ্যম কর্মীও সেখানে ঢুকে পড়েন। ভিড়ের কারণে কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়।
এক পর্যায়ে ৪টা বাজার ৭-৮ মিনিট আগে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়।
এভাবে মনোয়নপত্র জমায় আচরণবিধি লঙ্ঘণ হয়েছে কি না জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, “আমার কক্ষটি অত্যন্ত সংকীর্ণ। বেশ কয়েকজন প্রার্থী একসাথে চলে আসেন। প্রত্যেক প্রার্থীর সাথে ৫-৭ জন করে প্রবেশ করতে পারেন।
“মিডিয়া কর্মীরাও অনেকে এসেছেন। একসাথে ২-৩ জন প্রার্থী ও তাদের লোকজন চলে আসায় বিধি লঙ্ঘিত হয়েছে কিনা তা অনুমান করা সম্ভব হয়নি।”
জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের বলেন, “আমার সাথে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন। শুধু আমি না অন্য প্রার্থীরাও তখন মনোনয়নপত্র জমা দিতে সেখানে যান। এতে লোকজন বেশি হয়ে গিয়েছিল।”
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ও পরে নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় শ’খানেক নেতাকর্মী নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতরে ও বাইরে ছিলেন। এক পর্যায়ে বেলা তিনটার দিকে কার্যালয়ের নিচতলার প্রধান ফটক তালা দিয়ে বন্ধ করে দেয় পুলিশ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু তাকে সুযোগ দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়ের বিষয়েও তিনি আশা প্রকাশ করেন।