চট্টগ্রামে দ্বিতীয় বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মিশরের ইব্রাহীম ইস্কাবানি।
শনিবার চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজনই ছিলেন মিশরের।
এসএ গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মিশরের ইব্রাহীম ইস্কাবানির প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বদেশী সাইফ শিনাউয়া।
প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান।
পাঁচ দিনের দ্বিতীয় বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মিশর, ভারত, পাকিন্তান, কুয়েত, হংকং, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার ৩৫ জন প্রতিযোগী অংশ নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, স্কোয়াশ ফেডারেশনের সহ সভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম ও এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম উপস্থিত ছিলেন।