চট্টগ্রামে বোর্ডে এগিয়ে মেয়েরা

এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 03:33 PM
Updated : 28 Nov 2022, 03:33 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তি বিবেচনায় এগিয়ে আছে মেয়েরা।

ঘোষিত ফলাফল অনুসারে, এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ; যার মধ্যে ছাত্রদের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ, ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ।

পাসের হারের ব্যবধান বেশি না হলেও জিপিএ ৫ পাওয়ার দিক থেকে বেশ এগিয়ে মেয়েরা।

এ বছর এ বোর্ডে ১৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে; যার মধ্যে ১০ হাজার ৮৮৯ জন ছাত্রী, আর ৭ হাজার ৭৭৫ জন ছাত্র।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ৫২৫ জন জিপিএ ৫ পাওয়াদের মধ্যে সাত হাজার ৭৯০ জন ছাত্রী আর ছয় হাজার ৭৩৫ জন ছাত্র।

ব্যবসায় শিক্ষা বিভাগে দুই হাজার ৬৮৬ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে, আর ছাত্র সংখ্যা ৯৭৭ জন। মানবিকে ৪৭৬ জন জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৪১৩ জনই মেয়ে।  

বোর্ডের অধীনে এবার সর্বোচ্চ পাসের হার বিজ্ঞান বিভাগে ৯৬ দশমিক ৮১ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৮৫, আর মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৭৭।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ; যার মধ্যে ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ০১,  আর মেয়েদের হার ৯২ দশমিক ৮৮।

আর মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৪১ এবং ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ৭৬ শতাংশ।