হতাহতরা প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিক।
Published : 23 Nov 2023, 07:58 PM
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন দুই জন।
বৃহস্পতিবার বিকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজের (ব্যারিস্টার কলেজ) সামনে এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত শ্রমিকের নাম লেমন চাকমা (২৬)। আহতরা হলেন- ইমন (২১) ও জুয়েল চাকমা (২৪)। তারা সবাই প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তায় হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়।
“আহত তিন জনকে হাসতালে আনার পর চিকিৎসা চলার মধ্যেই লেমন মারা যান।”