চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৮ হাজার ৫০০ জন।
Published : 20 Jan 2024, 10:12 AM
চট্টগ্রাম জেলায় একদিনে রেকর্ড ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মারা গেছে এক শিশুসহ দুজন। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে ৭১ জন মারা গেল।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন জানানো হয়, চাঁদনি আক্তার নামের ১০ বছরের এক মেয়ে শিশু বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। মঙ্গলবার শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল।
বুধবার শামসুল হক (৬৪) নামের আরও একজন ডেঙ্গুতে মারা যান। সেদিনই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বৃহস্পতিবার জেলার বিভিন্ন হাসপাতালে ৪৫৩ জন রোগী ভর্তি ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়। এরমধ্যে সবচেয়ে বেশি ১৩৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৮ হাজার ৫০০ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫ হাজার ৯০৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯৪৫ জন আক্রান্ত হয়েছে সীতাকুণ্ডে।
জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭১ জনের মধ্যে ২৫ জন শিশু এবং ২৫ জন নারী। আর ২১ জন পুরুষ।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)