তেলের ওয়াগনের ধাক্কায় ট্যাংক পড়ল বাইকে, মৃত্যু হল চালকের

চট্টগ্রাম বিমানবন্দর সড়কে লেভেল ক্রসিংয়ে ঘটেছে এই দুর্ঘটনা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 07:30 PM
Updated : 8 June 2023, 07:30 PM

চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের ধাক্কায় হাইড্রোজেন পার অক্সাইডবাহী একটি গাড়ি থেকে ট্যাংক পড়ে এক মোটর সাইকেলচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনার পর বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত মোটর সাইকেলচালকের নাম মোয়াজ্জেম হোসেন লাবলু (৩৮)। তিনি নগরীর পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কসপ সংলগ্ন আব্দুল গনি মিস্ত্রী বাড়ির বাসিন্দা।

চট্টগ্রাম বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের ভেতর থেকে তেলবাহী ওয়াগনটি বের হয়। এসময় পতেঙ্গার দিক থেকে আসা হাইড্রোজেন পার অক্সাইডবাহী গাড়ি দ্রুত রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে।

“হাইড্রোজেন পার অক্সাইডবাহী গাড়িটি রেল লাইন অতিক্রমের আগেই ওয়াগনটি চলে এলে গাড়ির পেছনে ধাক্কা লাগে। গাড়ির ট্যাংকটি উল্টে গেলে রাস্তায় থাকা এক মোটর সাইকেল চালক চাপা পড়েন।”

বন্দরের কর্তৃপক্ষ হাইড্রোজেন পার অক্সাইডের ট্যাংক সরিয়ে লাশ উদ্ধার করে।

রেলওয়ে পুলিশ লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

রেলওয়ে থানার এসআই মো. আবু জাফর খান বলেন, “স্থানীয়দের কেউ বলছে নিহত যুবক ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। সল্টগোলা ক্রসিংয়ে সে ভাড়ার জন্য অপেক্ষা করছিল। আবার কেউ বলছে, তিনি মোটর সাইকেল চালিয়ে আসছিলেন।”

ওসি সঞ্জয় বলেন, দুর্ঘটনার পর থেকে সড়কে যান চলাচল বন্ধ আছে। যানচলাচল সচল করার চেষ্টা চলছে।