পরনের প্যান্ট, গেঞ্জি ও অন্তর্বাসে প্রলেপ লাগিয়ে সোনা আনা হচ্ছিল।
Published : 24 Jan 2023, 11:19 PM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে পৌনে ২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
ফ্লাই দুবাইয়ের ওই যাত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে নামার পর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং এনএসআই কর্মকর্তারা তাকে তল্লাশি করলে চোরাচালানটি ধরা পড়ে।
গ্রেপ্তার জিয়াউল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিমানবন্দরের ব্যবস্থাপব উইং কমান্ডার তাসনিম আহমেদ বলেন, “ওই যাত্রী অভিনব উপায়ে পরনের প্যান্ট, গেঞ্জি ও অন্তর্বাসে প্রলেপ লাগিয়ে দুবাই থেকে সোনা নিয়ে আসে।
“গোপন সংবাদের ভিত্তিতে বিমান থেকে নামার পরই তাকে আটক করে তল্লাশি করা হয় এবং সোনার হদিস মেলে।”
শুল্ক গোয়েন্দার এক কর্মকর্তা জানান, তার পরনে থাকা স্যান্ডো গেঞ্জি, প্যান্ট ও অন্তর্বাসে সোনার অস্তিত্ব মেলার পর নগরীর হাজারি গলিতে এনে তা গলানো হয়। এছাড়া তার কাছ থেকে দুটি সোনার বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকারও পাওয়া যায়।
“পরনের পোশাক থেকে মোট এক কেজি ৪২৯ গ্রাম সোনা পাওয়া যায়। দুটি সোনার বারের ওজন ২৩৩ গ্রাম। সবমিলিয়ে ওই যাত্রীর কাছ থেকে মোট এক কেজি ৭৬২ গ্রাম সোনা পাওয়া গেছে।“
উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য এক কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকা জানিয়ে ওই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।