চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে।
Published : 16 Apr 2023, 08:37 PM
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন যে কোনো অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করার কথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।
তিনি বলেছেন, “শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশন যে কোনো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।”
এই উপ-নির্বাচন সামনে রেখে রোববার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রতিনিধির সাথে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।
তিনি বলেন, “উপ-নির্বাচনে সকল কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হবে। যে কোনো ধরনের ভোট জালিয়াতির বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সকল নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।”
নির্বাচন কমিশনার এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের বক্তব্য শোনেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচন হবে।