“তার মুক্তি হলে গণতন্ত্রের মুক্তি হবে। গণতন্ত্রের মুক্তি হলেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে,’’ বলেন তিনি।
Published : 19 Aug 2023, 08:27 PM
খালেদা জিয়াকে ‘বন্দি’ করে সরকার গণতন্ত্রকে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার।
তিনি বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে গৃহবন্দি করে রেখেছে। তাকে বন্দি করে গণতন্ত্রকে বন্দি রেখেছে।
“বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র সমার্থক, জনগণ আজ গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অবতীর্ণ।”
শনিবার বিকালে চট্টগ্রাম নগরীতে দলীয় কার্যালয়ের সামনের কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে ষড়যন্ত্র করছে অভিযোগ করে গোলাম আকবর বলেন, “মিথ্যা মামলা, গ্রেপ্তার ও ব্যাপক দমন-নিপীড়ন চালিয়ে ফ্যাসিস্ট সরকার আন্দোলন দমন করতে পারছে না। সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে চলছে দ্রুত গতিতে।
‘‘আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়ার লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তার মুক্তি হলে গণতন্ত্রের মুক্তি হবে। গণতন্ত্রের মুক্তি হলেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে।’’
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপি যৌথভাবে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আকবর বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল জুলুম, নির্মম নির্যাতন হয়েছে, তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের অন্যায় চাপে আপস করেননি তিনি। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই জনবিচ্ছিন্ন সরকার ভয় পায়। এ জন্যই তার ওপর এত জুলুম নির্যাতন নেমে এসেছে।
‘‘তিনি বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর। স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রের ঐক্যের প্রতীক। মানুষের আশা ভরসার নির্ভরযোগ্য নেত্রী, তিনি মজলুম দেশনেত্রী। চলমান গণ আন্দোলন সফলতার দিকে ধাবিত হচ্ছে। গণবিরোধী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।’’
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া।
দলীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর লাভ লেইন, জুবিলি রোড, আমতল, নিউমার্কেট মোড হয়ে পুরাতন রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।