বর্তমান সময় ১৯৭৫ নয়, ২০২৩ সাল মনে করিয়ে দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, যারা আগুন নিয়ে খেলবে তারা সেই আগুনে পুড়ে ছাইভস্ম হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকালে নগরীর আন্দরকিল্লা চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ হাসিনাকে রক্ষা করব। তাহলেই বাংলাদেশ বাঁচবে, বাঙালি বাঁচবে। আমাদের জাতিসত্ত্বা রক্ষায় এখন থেকেই ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
“আমাদের জানিয়ে দিতে হবে এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। আজ এই বাংলাদেশে যারা আগুন নিয়ে খেলবে তাদেরকে সেই আগুনে পুড়ে ছাইভস্ম হতে হবে।”
তিনি বলেন, “আর কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমরা সহ্য করতে পারি না। এখন তাদেরকেই রেড কার্ড শো করতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই অপশক্তিকে নির্মূল করা না হলে জাতি দায়মুক্ত হবে না।”
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
নগরীর আগ্রাবাদ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বক্তব্য দেন।
নগরীর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের উদ্যোগে নগরীর জিইসি মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরিয়াস উদ্দিন ও মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক এম হাসান আলী।
অপরদিকে, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেমনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
সোমবার এক বিবৃতিতে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, “চলমান উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এই হুমকিদাতাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কেউ পঁচাত্তরের পুনরাবৃত্তি ঘটানোর কথা ভাবতেও ভয় পায়।”